যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ১৫ হাজার একরেরও বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। এতে মৃতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে এবং বহু মানুষ দগ্ধ হয়েছেন। ঘর ছাড়ছেন এলাকার বাসিন্দারা।
আজ (৯ জানুয়ারি) বৃহস্পতিবার বিবিসি’র একটি প্রতিবেদনে বলা হয়, দাবানলটি বর্তমানে ১৫ হাজার একরেরও বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে, এতে এক হাজারেরও বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং বহু যানবাহন পুড়ে গেছে।
নিরাপত্তার জন্য এক লাখেরও বেশি বাসিন্দাকে তাদের বাড়িঘর থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানলের কারণে আশপাশের চারটি এলাকা মারাত্মকভাবে প্রভাবিত হয়েছে।
আর এতে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন। দমকা বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে, ফলে আগুন নেভানোর কাজ আরও কঠিন হয়ে পড়েছে।
লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসেডস এলাকাটি বর্তমানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে প্রায় ১০ হাজার একর জায়গায় আগুন ছড়িয়ে পড়েছে, এবং বহু স্থাপনা ও বাড়িঘর পুড়ে গেছে।
আশপাশের অন্যান্য এলাকায়ও দাবানল ছড়িয়ে পড়েছে, যার ফলে হাজার হাজার মানুষ নিরাপদ স্থানে চলে যেতে বাধ্য হয়েছেন।
এ আগ্নিকাণ্ডের শুরু থেকেই মার্কিন ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিওএস) শুষ্ক আবহাওয়া এবং অগ্নিসংবেদনশীল গাছপালার কারণে লস অ্যাঞ্জেলেস অঞ্চলের অধিকাংশ জায়গায় সতর্কতা জারি করেছিল।
তবে বর্তমানে দাবানলের মাত্রা এতটাই ভয়াবহ যে, ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের সর্বোচ্চ চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারছেন না।









