যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ভেনচুরা কাউন্টিতে অটো ফায়ার নামে নতুন আরেকটি দাবানল শুরু হওয়ায় আগামী ২৪ ঘণ্টায় পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছে স্থানীয় আবহাওয়া অফিস।
আজ (১৫ জানুয়ারি) বুধবার সিএনএন জানিয়েছে, লস অ্যাঞ্জেলেসে নতুন করে শক্তিশালী বাতাস বইতে শুরু করায় দাবানল আরও ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সার্ভিস এক সতর্ক বার্তায় জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সেখানে ১০০ কিলোমিটারেরও বেশি বেগে বাতাস বইতে পারে। এতে যেসব জায়গায় গত কয়েক মাসে কোনো ধরনের বৃষ্টিপাত হয়নি সেসব এলাকা আগুনের জন্য আরো ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।
পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফায়ার সার্ভিসের কর্মীরা পুরোপুরি প্রস্তুতি নিয়ে রেখেছেন বলে জানিয়েছেন লস অ্যাঞ্জেলেস কাউন্টির কর্মকর্তারা। প্রায় এক লাখ মানুষকে তারা নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
এক সপ্তাহের বেশি সময় ধরে চলা এ দাবানলে এ পর্যন্ত ২৪ জন মারা গেছে। পুড়ে গেছে ১২ হাজারের বেশি স্থাপনা।








