মেজর লিগ সকারের সবচেয়ে দামি ফুটবলার এখন সন হিউং-মিন। লন্ডন ছেড়ে সাউথ কোরিয়ান কিংবদন্তি পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। টটেনহ্যাম হটস্পারের হয়ে ১০ মৌসুম কাটিয়ে নাম লিখিয়েছেন লস অ্যাঞ্জেলেস এফসিতে। তাকে নিতে ক্লাবটিকে গুণতে হয়েছে ২২ মিলিয়ন ইউরো। বুধবার সনকে আনুষ্ঠানিক পরিচয় করিয়ে দেয়া হয়েছে। সন বলেছেন, ‘এখানে আমি জিততে এসেছি।’
মেজর লিগে আগে সর্বোচ্চ অর্থ ঢেলে আইভোরি কোস্টের ফরোয়ার্ড ইমানুয়েল ল্যাট ল্যাথকে এনেছিল আটলান্টা ইউনাইটেড এফসি। ২৬ বর্ষী ল্যাথকে গত শীতকালীন দলবদলে ২১.৫ মিলিয়ন ইউরো খরচ করে ইংলিশ দ্বিতীয় সারির দল মিডলসব্রো থেকে নিয়ে এসেছিল ক্লাবটি। ল্যাথের দলবদলের রেকর্ড ভাঙলেন সন।
চ্যম্পিয়ন্স লিগ না জিতলেও টটেনহ্যামের হয়ে ইউরোপা লিগ জয়ের স্বাদ পেয়েছেন সন। ইউরোপের বাইরে নতুন চ্যালেঞ্জ নিতে ৩৩ বর্ষী তারকা ২০২৭ সাল পর্যন্ত চুক্তি সেরেছেন লস অ্যাঞ্জেলেস। আগে কোন ফুটবলারকে এতো বেশি খরচে আনেনি ক্লাবটি। ৭ নম্বর জার্সিতে মাঠ মাতাবেন সন।
নতুন ঠিকানায় এসে সন বলেছেন, ‘ইউরোপে আমার সমৃদ্ধ ক্যারিয়ার ছিল, সেজন্যই এখানে এসেছি ব্যাপারটি এমন নয়। নতুন চ্যালেঞ্জ হিসেবে নিতে ও নিজের সেরাটা দিতে এখানে এসেছি, এখানে জিততে এসেছি। ভালো পারফর্মের সাথে সমর্থকদের সেরা ফুটবল উপহার দিতে চাই।’
জার্মান ক্লাব বেয়ার লেভারকুসেন থেকে ২০১৫ সালে উত্তর লন্ডনের ক্লাবটিতে এসে ৪৫৪ ম্যাচ খেলে গেলেন সন। গোল করেছেন ১৭৯টি, গোল করিয়েছেন ১০১টি। ২০২৪-২৫ মৌসুমে সনের অধিনায়কত্বে ১৭ বছর পর ইউরোপিয়ান কোন মেজর শিরোপা জিতেছিল টটেনহ্যাম।









