বৃহস্পতিবারের (২২ মে) মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার কোনো অগ্রগতি না হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২০ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান।
তারা বলেন, পুরো বিশ্ববিদ্যালয় পরিবার ন্যায্য বিচারের দাবি জানিয়েছে। এসময় অনলাইন প্লাটফর্মে মিথ্যা প্রচারণা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
সম্মেলনে বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সাম্য হত্যা মামলার অগ্রগতি সম্পর্কে নিয়মিত অবগত হতে হবে এবং তা পরিবারসহ সংশ্লিষ্টদের জানাতে হবে। শুরু থেকে বিভিন্ন পর্যায়ে গাফিলতির নিন্দাও জানানো হয় সম্মেলনে।









