এলএনজি সরবরাহ কমে যাওয়ায় তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় গ্যাসের চাপ কম থাকবে। শনিবার ২৪ জানুয়ারি দুপুর ১২টা থেকে রোববার ২৫ জানুয়ারি দুপুর ১২টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা এই স্বল্পচাপ বিরাজ করবে।
শুক্রবার ২৩ জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজের কারণে এলএনজি থেকে গ্যাস সরবরাহ সাময়িকভাবে কমে গেছে। এর ফলে তিতাস অধিভুক্ত এলাকার সকল শ্রেণির গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্পচাপ অনুভূত হবে।
তিতাস গ্যাস সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের প্রতি দুঃখ প্রকাশ করেছে।









