ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পার মোটেও সুবিধাজনক অবস্থানে নেই। চ্যাম্পিয়ন্স লিগ তো বটেই ইউরোপা লিগে খেলাটাও অনিশ্চয়তার মুখে পড়েছে। মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে এসেছে দলটির অধিনায়ক হুগো লরিসের ইনজুরি। চলতি মৌসুমে তিনি আর মাঠে নামতে পারবেন না।
টটেনহ্যামের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪৭টি ম্যাচ খেলেছেন লরিস। ফ্রান্সের বিশ্বকাপজয়ী গোলরক্ষক নিতম্বের ইনজুরিতে পড়ায় মৌসুমের বাকি ম্যাচগুলোতে তাকে ছাড়াই স্পার্সদের খেলতে হবে।
অন্তর্বর্তীকালীন কোচ বস রায়ান ম্যাসন শনিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে হওয়া ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বলেন, হুগো চলতি মৌসুমে মাঠের বাইরে ছিটকে গেছে। এটা অবশ্যই হতাশাজনক।
‘পরের মৌসুমে তার খেলার ব্যাপারে আমি বলতে পারব না। এটুকুই বলব, এ মৌসুমে শেষ পর্যন্ত সে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমাদের অধিনায়ক, দলের গ্রুপের বড় অংশ হয়েই থাকবে।’
৩৪ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের সাত নম্বরে আছে টটেনহ্যাম। লিগের শেষ চার ম্যাচে জয় পাওয়াটা ম্যাসনের শিষ্যদের জন্য তাই খুবই গুরুত্বপূর্ণ। লরিসকে ছাড়া স্পার্সদের জন্য চ্যালেঞ্জটা বেশ কঠিনই হয়ে গেছে।
প্রিমিয়ার লিগে ৩৩ সমান ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। এক ম্যাচ বেশি খেলা আর্সেনাল ৭৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। ৩৩ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নিউক্যাসল ইউনাইটেড। সমান ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড ৬৩ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে। পঞ্চম স্থানে থাকা লিভারপুলের ৩৪ ম্যাচে পয়েন্ট ৫৯। ব্রাইটন ৩৪ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে।







