ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের পর সোমবার রাতে লিভারপুল জয় উদযাপন করছিল। এসময় সমর্থকদের ভিড়ের উপর একটি গাড়ি এসে পড়ে। ৪ শিশুসহ প্রায় ৫০ জন আহত হয়েছেন। ঘটনার সাথে জড়িত অভিযোগে পুলিশ লিভারপুল এলাকা থেকে ৫৩ বছর বয়সী এক শ্বেতাঙ্গ ব্রিটিশ নাগরিককে গ্রেপ্তার করেছে। তবে ঘটনাটিকে সন্ত্রাসবাদ হিসেবে দেখা হচ্ছে না।
ঘটনাটি নিয়ে সংবাদ সম্মেলন করেছে পুলিশ। মার্সিসাইড পুলিশের সহকারী প্রধান কনস্টেবল জেনি সিমস বলেছেন, ‘আমরা বিশ্বাস করি, এটি বিচ্ছিন্ন একটি ঘটনা। আমরা বর্তমানে ঘটনার সাথে জড়িত অন্যকাউকে খুঁজছি না।’
সন্ত্রাসবাদ বলতেও নারাজ মার্সিসাইড পুলিশ। জেনি সিমস বলেছেন, ‘ঘটনাটি সন্ত্রাসবাদ নয় এবং আমরা এটাকে ওরকম হিসেবে বিবেচনা করছি না।’
নর্থ ওয়েস্ট অ্যাম্বুলেন্স সার্ভিস এনএইচএস ট্রাস্টের প্রধান ডেভিড কিচিন জানিয়েছেন, কমপক্ষে ১৭ লিভারপুল সমর্থককে হাসপাতালে নেয়া হয়েছে। তার মধ্যে এক শিশুসহ দুজন মারাত্মক আহত হয়েছেন।
পুলিশের তথ্য বলছে, সামান্য আঘাত নিয়ে ঘটনাস্থলে অন্ততপক্ষে আরও ২০ জন চিকিৎসা নিয়েছেন এবং অন্যরা আশেপাশের জরুরি সেবা কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন। অবশ্য পুলিশ আহতদের পূর্ণাঙ্গ তথ্য দিতে পারেনি।
ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। দেখা যাচ্ছে, একটি গাড় কালো রঙের গাড়ি হঠাৎ ভিড়ের মধ্যে দ্রুতগতিতে ঢুকে পড়ছে। গাড়িটি সামনের দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথে সমর্থকরা এদিক-সেদিক পড়ে যাচ্ছিলেন। ভিডিওতে দেখা যায়, গাড়িটি থামানোর চেষ্টা হচ্ছে এবং সমর্থকরা ক্ষুব্ধ। পুলিশ এসময় তাদের আটকানোর চেষ্টা করলেও গাড়ির পিছনের জানালা ভেঙে ফেলা হয়।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বিবৃতিতে বলেছেন, ‘পুরো দেশ লিভারপুলের পাশে আছে। এই ভয়াবহ ঘটনায় আহতদের সমর্থন এবং যত্ন নিচ্ছে। ঘটনার নিয়ন্ত্রণে পুলিশ এবং অন্য জরুরি সেবাগুলো অসাধারণ সাহসিকতা দেখিয়েছে।’









