লিভারপুলের অন্যতম ভরসার নাম মোহাম্মেদ সালাহ। গেল মৌসুমেও ছিলেন দলের সর্বোচ্চ গোলদাতা। এবার প্রিমিয়ার লিগে শুরুটা ভালো হলেও মাঝপথে কিছুটা ছন্নছাড়া হয়ে পড়েছে ৩৩ বর্ষী মিশরীয় তারকার পারফরম্যান্স। শেষ চার ম্যাচে তাকে রাখাও হয়েছিল বেঞ্চে। এসবের জন্য সালাহর দাবি, কেউ ইচ্ছাকৃত তাকে দল থেকে বাদ দেয়ার চেষ্টা করছে।
চ্যাম্পিয়ন্স লিগ এবং প্রিমিয়ার লিগে বেশ ভুগছে লিভারপুল। এমন অবস্থার জন্য আঙুল উঠেছে সালাহ দিকে। শনিবার রাতে লিডস ইউনাইটেডের সাথে ৩-৩ গোলে ড্র করেছে দলটি, এদিন বেঞ্চে ছিলেন সালাহ।
পরে মুখ খুলেছেন সালাহ, তার মতে এসবের জন্য তাকেই দায়ী করা হচ্ছে। বলেছেন, ‘আমাকে ইচ্ছাকৃত ফাঁসানো হচ্ছে। আমার কাছে খুবই পরিষ্কার যে কেউ একজন চেয়েছে সব দোষটা আমার উপর চাপাতে। অনেকবার বলেছি, আমার কোচের সঙ্গে সম্পর্ক ভালো। কিন্তু হঠাৎ সে সম্পর্কই আর নেই।’
‘জানি না কেন, কিন্তু আমার চোখে মনে হচ্ছে, কেউ একজন আমাকে ক্লাবে চাইছে না। আমার মনে হচ্ছে ক্লাবই আমাকে ফাঁসাচ্ছে। এমনই অনুভব করছি। খুবই পরিষ্কার কেউ সব দোষ আমার উপর চাপাচ্ছে।’
‘এই ক্লাবকে সবসময় সমর্থন করব। আমার বাচ্চারাও করবে। আমি এই ক্লাবকে ভীষণ ভালোবাসি এবং সবসময়ই ভালোবাসব। মনে করি না আমি সমস্যার কারণ। এই ক্লাবের জন্য অনেক কিছু করেছি। আমাকে প্রতিদিন আমার জায়গার জন্য লড়াই করে যেতে হচ্ছে এমনও নয়। আমি সেটা অর্জন করেছি। আমি কারো চেয়ে বড় নই, কিন্তু আমার জায়গাটা প্রাপ্য।’
লিভারপুলের হয়ে ৪২০ ম্যাচে সালাহ গোল করেছন ২৫০টি। গেল মৌসুমে ২৯ ম্যাচে করেছেন ৩৪ গোল।









