ইংলিশ প্রিমিয়ার লিগে এমৌসুমের শিরোপা জিতেছে লিভারপুল। ইপিএলে মৌসুমের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মেদ সালাহ। পুরস্কার হিসেবে গোল্ডেন বুট জিতেছেন ৩২ বর্ষী তারকা। সোমবার দিবাগত রাতে তার হতে পুরস্কার তুলে দেয় প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।
মৌসুমে সর্বোচ্চ ২৯ গোল করেছেন সালাহ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নিউক্যাসল ইউনাইটেডের আলেক্সান্ডার ইসাক। সুইডেনের তারকা ইসাক গোল করেছেন ২৩টি। তিনে ম্যানচেস্টার সিটির গোলমেশিন আর্লিং হালান্ড। ইসাকের চেয়ে একটি কম, ২২ গোল করেছেন তিনি।
সালাহ শুধু গোল্ডেন বুট নয়, সর্বোচ্চ অ্যাসিস্টও করেছেন। ২০২৪-২৫ মৌসুমের প্লে মেকারের পুরস্কারও উঠেছে মিশরীয় তারকার হাতে।









