নতুন কাঠামোয় মঙ্গলবার রাত থেকে শুরু হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম। প্রথমদিনে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ, লিভারপুল, বায়ার্ন মিউনিখ ও এসি মিলানের মতো দলগুলো।
আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইতালির ক্লাব জুভেন্টাস ও নেদারল্যান্ডসের পিএসভি আইন্দোহভেন। বাংলাদেশ সময় রাত পৌনে ১১টায় শুরু হবে মাঠের লড়াই। একই সময়ে মাঠে নামবে ইয়াং বয়েজ ও অ্যাস্টন ভিলা। অন্য চারটি ম্যাচ শুরু হবে রাত ১টায়।
নতুন কাঠামোয় ৩২ দল থেকে বেড়ে এবার অংশ নিচ্ছে ৩৬ দল। পাশাপাশি নেই কোনো গ্রুপপর্ব। প্রথম ম্যাচ ডের প্রথম দিনে ৬ ম্যাচে নামছে ১২ দল।
এক নজরে প্রথম দিনের ম্যাচগুলো
এসি মিলান-লিভারপুল: লিভারপুল ও এসি মিলানের ম্যাচের কথা বলতে গেলে শুরুতে আসে ২০০৫ আসরের ফাইনালের স্মৃতি। টুর্নামেন্টটির ইতিহাসে যা অন্যতম নাটকীয় এবং রোমাঞ্চকর ম্যাচ হিসেবে পরিচিত। প্রথমার্ধে ৩–০তে এগিয়ে গিয়েছিল মিলান। দ্বিতীয়ার্ধে লিভারপুল ঘুরে দাঁড়িয়ে ৭ মিনিটের মধ্যে তিন গোল শোধ করে। ম্যাচ টাইব্রেকারে গড়ালে শিরোপা জেতে লিভারপুল। মঙ্গলবার রাতে ৭ বারের চ্যাম্পিয়ন এসি মিলান ৬ বার জেতা ইংলিশ প্রতিপক্ষকে আতিথেয়তা দেবে নিজেদের মাঠে।
রিয়াল মাদ্রিদ-স্টুটগার্ট: গত মৌসুমে সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ আর ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে ১৫তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। এবার প্রথম ম্যাচে আরেক জার্মান ক্লাব স্টুটগার্ট প্রতিপক্ষ। ২০১০ সালের পর এবারই প্রথম চ্যাম্পিয়ন্স লিগে ফিরেছে স্টুটগার্ট।
বায়ার্ন মিউনিখ-ডায়নামো জাগরেব: চ্যাম্পিয়ন্স লিগে টানা ২০ বছর ধরে মৌসুমের প্রথম ম্যাচে হারেনি বায়ার্ন মিউনিখ। এমনকি গ্রুপপর্বে টানা ৪০ ম্যাচে অপরাজিত ৬ বারের চ্যাম্পিয়নরা। আসরের শুরুতে নিজের মাঠে বাভারিয়ানদের প্রতিপক্ষ ক্রোয়াট ক্লাব ডায়নামো জাগরেব।
জুভেন্টাস-আইন্দোহভেন: টানা ১১ আসর মূল পর্বে খেলার পর ২০২৩-২৪ আসরে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারেনি জুভেন্টাস। তুরিনে বুড়িদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ গতবছর শেষ ষোলোয় খেলা আইন্দোহভেন। চ্যাম্পিয়ন্স লিগে দুদলই প্রায় নিয়মিত খেললেও এবার প্রথম মুখোমুখি হচ্ছে।
ইয়ং বয়েজ-অ্যাস্টন ভিলা: ৪১ বছর পর চ্যাম্পিয়ন্স লিগে ফিরেছে অ্যাস্টন ভিলা। ১৯৮১-৮২ মৌসুমে ইউরোপিয়ান কাপ জেতা ইংলিশ ক্লাবটি গতবছর প্রিমিয়ার লিগে চতুর্থ হয়েছিল।
স্পোর্টিং লিসবন-লিল: গত আসরে শেষ ১৬তে খেলেছিল স্পোর্টিং এবং প্রতিপক্ষ লিল প্রথমপর্ব টপকাতে পেরেছে সর্বশেষ ২০২১-২২ মৌসুমে।









