ইংলিশ প্রিমিয়ার লিগে সেন্ট জেমস পার্কে নিউক্যাসল ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে অনেক নাটক হয়েছে। লিগে শীর্ষে থাকা অলরেডদের আতিথেয়তা দিয়ে দুবার আগে গোল করেছে নিউক্যাসল। দুবারই সমতায় ফেরার পর একবার এগিয়ে গিয়েও জয়ে মাঠ ছাড়তে পারেনি লিভারপুল। নিউক্যাসলের শেষ মিনিটের গোলে ৩-৩ সমতায় পয়েন্ট হাতছাড়া হয়েছে তাদের।
বৃহস্পতিবার রাতে আক্রমণ পাল্টা আক্রমণের পসরা সাজিয়ে বসেছিল নিউক্যাসল ইউনাইটেড ও লিভারপুল। ৩৫ মিনিটে আলেকজান্ডার ইসহাক প্রথমবার গোল করে নিউক্যাসলকে এগিয়ে দিলে ৫০ মিনিটে কার্টিস জোনসের গোলে সমতায় আসে লিভারপুল।
৬২ মিনিটে আবারও এগিয়ে যায় স্বাগতিক দল, এবার গোল করেন অ্যান্থনি গর্ডন। আট মিনিট পর মোহাম্মেদ সালাহ গোল করে অলরেডদের ফের সমতায় ফেরান। খেলা এখানেই শেষ নয়, ৮৩ মিনিটে সালাহর গোলেই এগিয়ে যায় লিভারপুল। নির্ধারিত সময়ের শেষ মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান ফ্যাবিয়ান শার। পূর্ণ পয়েন্ট হাতছাড়া হয় আর্নে স্লটের দলের।
ম্যাচ শেষে সালাহকে নিয়ে স্লট বলেছেন, ‘প্রতিবার যখন তাকে আমাদের প্রয়োজন হয়, সে গুরুত্বপূর্ণ একটি গোল করে। মাঠে সে অসাধারণ ছিল, ওই গোল বাদে সে দলের জন্য বিশেষ কিছু করেছে। প্রথমার্ধে আমরা খেলতে না পারলেও দ্বিতীয়ার্ধে ভালো খেলেছি।’
অন্যদিকে ইসহাকের প্রশংসায় ক্যাসল কোচ এডি হাউই বলেছেন, ‘আমার মনে হয়েছে এটা মৌসুমে তার সেরা পারফরম্যান্স ছিল। এটা তেমন গোল ছিল না। এ মৌসুমে এমন গোল আমরা আরও হাতছাড়া করেছি। ম্যাচের ওই ম্যাজিক মুহুর্তগুলো ম্যাচকে আপনার দিকে নিয়ে আসতে পারে।’
মৌসুমে এপর্যন্ত ১৪ ম্যাচ খেলে ৩৫ পয়েন্টে শীর্ষে লিভারপুল। ২৮ পয়েন্ট নিয়ে দুই ও তিনে চেলসি ও আর্সেনাল এবং ২৬ পয়েন্ট নিয়ে চারে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।









