ম্যানচেস্টার সিটি টানা চার মৌসুম শিরোপা ধরে রাখার পর গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে লিভারপুল। দলটির অন্যতম সদস্য ছিলেন পর্তুগালের ২৮ বর্ষী তারকা ডিয়েগো জোতা। বৃহস্পতিবার স্পেনে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন জোতা ও তার ভাই আন্দ্রে সিলভা। শোক জানিয়েছে লিভারপুল।
ইংলিশ জায়ান্টরা জোতা ও ভাইয়ের মৃত্যুতে বিবৃতিতে বলেছে, ‘ডিয়েগো জোতার দুঃখজনক মৃত্যুতে লিভারপুল ফুটবল ক্লাব বিধ্বস্ত।’
‘ক্লাব জানতে পেরেছে যে, ২৮ বর্ষী তারকা স্পেনের এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন, যেখানে তার ভাই আন্দ্রেও সাথে ছিলেন। লিভারপুল এফসি এই মুহূর্তে আরকোন মন্তব্য করবে না এবং ডিয়েগো এবং আন্দ্রের পরিবার, বন্ধুবান্ধব, সতীর্থ এবং ক্লাব কর্মীদের গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করছে। কারণ তারা একটি অকল্পনীয় ক্ষতির সাথে মানিয়ে নেয়ার চেষ্টা করছে।’
‘তাদের পরিবারের প্রতি আমরা পূর্ণ সমর্থন চালিয়ে যাব।’
বৃহস্পতিবার ভোরে স্পেনের জামেরা প্রদেশে প্যালাসিওস ডি সানাব্রিয়া শহরের কাছে এ-৫২ হাইওয়ের ৬৫ কিলোমিটারে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, তাদের গাড়িতে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই মারা যান দুজন।









