লিভারপুলের পর্তুগিজ তারকা ডিয়েগো জোতা ও ভাই আন্দ্রে সিলভা স্পেনে ছুটি কাটাতে গিয়ে গত ৩ জুলাই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। জোতার ক্লাব লিভারপুল গত মৌসুমে লিগ শিরোপা জয়ের স্মৃতি প্রকাশ করেছে। ভিডিওতে প্রাধান্য পেয়েছে জোতার কথামালা। মঙ্গলবার অলরেডরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি প্রকাশ করে।
জোতার স্মরণে ক্লাবটি ইতিমধ্যে ২০ নম্বর জার্সি তুলে রেখেছে। রোববার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে কমিউনিটি শিল্ডের ফাইনাল খেলে নতুন মৌসুম শুরু করেছে লিভারপুল। ম্যাচ শুরুর আগে স্মরণ করা হয় প্রয়াত জোতাকে। এক মিনিট নিরবতা পালন করা হয়।
ক্লাবের প্রকাশিত ডকুমেন্টারির নাম দেয়া হয়েছে ‘চ্যম্পিয়ন্স ২৪-২৫: দি ইনসাইড স্টোরি।’ সেখানে জোতা লিভারপুলে ২০তম লিগ শিরোপা জয়ের অনুভূতি প্রকাশ করেছেন। লিভারপুল ডকুমেন্টারিটি প্রয়াত জোতাকে উৎসর্গ করেছে।
যেখানে জোতা বলেছেন, ‘এমন একটা মৌসুম কাটানোর জন্য অনেক বছর অপেক্ষা করেছি। সত্যি অসাধারণ অর্জন। এটা এমন একটা মুহুর্ত আমি সমসময় মনেপ্রাণে ধারণ করবো। ২০তম লিগ শিরোপা জয়, যা অসাধারণ।’
৭২ মিনিট দীর্ঘ ডকুমেন্টারিতে সাক্ষাৎকার দিয়েছেন লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইক, মোহাম্মেদ সালাহ, অ্যান্ডি রবার্টসন, গোলরক্ষক অ্যালিসন বেকারসহ দলের অনেকেই।









