ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলের সাবেক মালিকদের একজন টম হিকস মারা গেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হিকস টেক্সাসের ডালাসে রোববার মারা গেছেন, নিশ্চিত করেছে পরিবার। ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত ক্লাবটির মালিক ছিলেন তিনি। বয়স হয়েছিল ৭৯ বছর।
হিকসের ছয় সন্তান বিবৃতিতে জানিয়েছে, ‘টম হিকস তার অসাধারণ জীবনে যা কিছু অর্জন করেছেন, তার মধ্যে সবচেয়ে প্রিয় উপাধি ছিল ‘বাবা’। জীবনে যত দুঃখ ও কষ্টের মুখোমুখি হোক না কেন, তিনি তার উদারতা এবং পরিবারের প্রতি ভালোবাসায় অবিচল ছিলেন।’
‘তিনি আমাদের পরিবারের জন্য একজন পথপ্রদর্শক হিসেবে রয়ে গেছেন, আমরা তার উত্তরাধিকারকে প্রসারিত করতে পেরে গভীরভাবে সম্মানিত। যদিও আমরা এই ক্ষতিতে বিধ্বস্ত, আমরা তার সন্তান হতে পেরে গভীরভাবে কৃতজ্ঞ।’
‘হিকসের মৃত্যুতে তার পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’ বিবৃতিতে বলেছে লিভারপুল।
হিকস ১৯৯৫-২০০১ সাল পর্যন্ত আইস হকি দল ডালাস স্টারসের মালিক ছিলেন। ১৯৯৮-২০১০ সাল পর্যন্ত বেসবল দল টেক্সাস রেঞ্জার্সের মালিক ছিলেন।









