প্রিমিয়ার লিগে জয়ের ধারা বজায় রেখেছে লিভারপুল। ইংলিশ ক্লাবগুলোর মধ্যে এ মৌসুমে অলরেডসরাই এখন পর্যন্ত অপরাজিত আছে। পাঁচ ম্যাচে সবকটিতে জিতে টেবিলের শীর্ষে আছে আর্নে স্লটের দল।
এনফিল্ডে এভারটনের বিপক্ষে ২-১ গোলে জিতেছে লিভারপুল। অলরেডসদের হয়ে গোল দুটি করেন রায়ান গ্রেভেনবার্চ এবং হুগো একিতিকে। এভারটনের হয়ে একমাত্র গোলটি করেন ইদ্রিসা গুয়ে।
ম্যাচে আধিপত্য বিস্তার করেই লিড নেয় লিভারপুল। ১০ মিনিটে মোহাম্মেদ সালাহর অ্যাসিস্টে দলকে এগিয়ে দেন গ্রেভেনবার্চ। এরপর বেশ কিছু আক্রমণ করলেও জালের দেখা পায়নি লিভারপুল। ২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হুগো। গ্রেভেনবার্চের অ্যাসিস্টে গোল করেন। ২-০তে এগিয়ে বিরতিতে হায় যায় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক খেলে দুদল। ৫৮ মিনিটে ইলিমান এনদিয়ায়ের অ্যাসিস্টে ব্যবধান কমান গুয়ে। বাকি সময়ে কোন দল আর জালের দেখা না পেলে ব্যবধান অটুট রেখে মাঠ ছাড়ে লিভারপুল।









