নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে প্রথমার্ধে গোল হজম করে লিভারপুল। এরপর অধিনায়ক ভার্জিল ফন ডাইকের লাল কার্ড দলের জন্য আরও বড় ধাক্কা হয়ে আসে। ১০ জনের দল নিয়ে হারের চোখ রাঙানিতে পড়ে ইয়ূর্গেন ক্লপের দল। শেষদিকে হঠাৎ গা ঝাড়া দিয়ে ওঠে অলরেড বাহিনী। ডারউইন নুনেজের জোড়া গোলে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে।
ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার ঘরের মাঠে লিভারপুলের বিপক্ষে ৮০ মিনিট পর্যন্ত ১-০ গোলে নিউক্যাসল এগিয়ে ছিল। বদলি খেলোয়াড় হিসেবে নেমে ম্যাচের চিত্র পাল্টে দেন নুনেজ।
রোমাঞ্চকর জয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠেছে লিভারপুল। আর ৩ পয়েন্টে আটকে থেকে নিউক্যাসল নেমে গেছে ১৩ নম্বরে। তিন খেলার সবকটিতে জিতে শীর্ষে ম্যানচেস্টার সিটি। অলরেডদের সমান ৭ পয়েন্ট পেলেও গোলপার্থক্যে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড দুই ও টটেনহ্যাম হটস্পার তিনে আছে।
২৫ মিনিটে নিজেদের ভুলে লিভারপুল পিছিয়ে পড়ে। মাঝমাঠে মোহাম্মেদ সালাহর ব্যাক পাস নিয়ন্ত্রণে নিতে পারেননি ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড। এরপর বল নিয়ে বক্সে ঢুকে অ্যালিসন বেকারকে বোকা বানিয়ে জালে জড়ান ইংলিশ ফরোয়ার্ড অ্যান্টনি গর্ডন।
গোল হজমের তিন মিনিট পর অলরেডরা সবচেয়ে বড় ধাক্কা খায়। বল নিয়ে এগিয়ে যাওয়া আলেকজান্ডার ইসাককে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ডিফেন্ডার ফন ডাইক।
৭৭ মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের পরিবর্তে মাঠে নামেন নুনেজ। চার মিনিট পর দলকে সমতায় ফেরান উরুগুইয়ান ফরোয়ার্ড। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে সালাহর বাড়ানো বল নিয়ে ডান পায়ের শটে জয়সূচক গোলটি করেন ২৪ বর্ষী তারকা।
নুনেজের শেষদিকের নৈপুণ্যে ইপিএলে টানা দ্বিতীয় জয় পেল অ্যানফিল্ডের দলটি। লিগে নিউক্যাসলর বিপক্ষে এ নিয়ে টানা ৫ জয় পেল ক্লপের দল।







