ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল গতরাতে ক্রিস্টাল প্যালেসের কাছে মৌসুমের প্রথম হার দেখেছে। এমন হারে শুধু নিজেদের দায় দেখছেন কোচ আর্নে স্লট। প্যালেস এমন জয়ের দাবিদার বলেছেন তিনি।
আর্নে স্লট হার নিয়ে বলেছেন, ‘আমরা যেভাবে এ ম্যাচ হেরেছি তার জন্য শুধু নিজেদেরই দায়ী করতে পারি। আমাদের একজন খেলোয়াড় কাউন্টার অ্যাটাক করতে চাওয়ায় এমন হয়েছে। সুতরাং আমাদের বিষয়টি ছিল শুধুই রক্ষণের।’
‘আমাদের একজন খেলোয়াড় ওই মুহুর্তে বেশ আক্রমণাত্মক ছিল যা ওই মুহুর্তে তাদের জয়সূচক গোল করতে সহায়তা করে এবং আমরা ম্যাচ হারি। প্রথমার্ধ বেশ হতাশার ছিল, পরে পুরো ম্যাচই হতাশার থেকে যায়। আবারও বলছি, পুরো কৃতিত্ব প্যালেসের। এবারই প্রথম আমরা তাদের বিপক্ষে হারিনি।’
ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে নিজেদের দুর্দশায় স্লট আরও বলেন, ‘আমরা তাদের বিপক্ষে চার ম্যাচ খেলেছি, একটিতে জিতেছি, দুটিতে হেরেছি এবং একটি ম্যাচে ড্র করেছি। এটাই বলে যে, তাদের হারানো কত কঠিন কাজ। প্রথমার্ধে তারা দুই বা তিন গোলে এগিয়ে যাওয়ার কথা ছিল।’
ক্রিস্টাল প্যালেসের সেলহার্স্ট পার্কে প্রথমার্ধের নয় মিনিটে ইসমাইলা সারের গোলের এগিয়ে যায় প্যালেস। ৮৭ মিনিটে লিভারপুলকে সমতায় আনেন ইতালিয়ান স্ট্রাইকার ফেডেরিকো কিয়েসা। যোগ করা সময়ের সাত মিনিটে জয়সূচক গোল করেন এডি এনকিয়েতা, ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ক্রিস্টাল প্যালেস।









