বছরের সবচেয়ে বড় এবং আকর্ষণীয় কনসার্ট মনে করা হচ্ছে ‘রক অ্যান্ড রিদম ৪.০; রেজারেকশন অব ব্ল্যাক’ এর আয়োজনকে। শুক্রবারের (১০ মে) এই কনসার্ট নিয়ে বহু দিন ধরেই চলছে আলোচনা। তুমুল আগ্রহও দেখা গেছে সংগীতপ্রেমীদের।
এর প্রধান এবং অন্যতম কারণ, ব্ল্যাকের পুরনো সদস্যদের একমঞ্চে দেখার অভিজ্ঞতা! এডভেন্টর কমিউনিকেশনস বাংলাদেশের আয়োজনে কনসার্টের ভেন্যু রাজধানীর বসুন্ধরা এক্সপো জোন। যে কনসার্টের মাধ্যমে প্রায় দুই দশক পর পুরনো লাইনআপে পারফর্ম করবে ‘ব্ল্যাক’ সদস্যরা!
আয়োজকরা জানিয়েছেন, প্রায় ১৯ বছর পর টনি, জাহান, তাহসান, জন কবির ও মিরাজকে একসঙ্গে দেখা যাবে। এতে ব্ল্যাকের বর্তমান সদস্যরাও থাকবেন।
এই কনসার্টে ব্ল্যাক ছাড়াও অনি হাসান, ব্যান্ড রিকল, পপাই বাংলাদেশ, ফারুক ভাই প্রজেক্ট, ক্রিপটিক ফেইটসহ আরও কয়েকটি ব্যান্ডের গান পরিবেশনের কথা রয়েছে।









