গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় ইসরায়েলি বিমান হামলায় ১৮ শিশুসহ ২২ জন নিহত হয়েছেন। এছাড়া হামলায় নিহত এক মায়ের পেট থেকে জীবিত এক মেয়েশিশু বের করেছে চিকিৎসকরা।
সোমবার (২২ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত একাধিক প্রতিবেদনে বলা হয়, ১ দশমিক ৪ কেজি ওজনের ওই শিশু এখন চিকিৎসাধীন রয়েছে। হামলায় নিহত হয়েছেন ওই নারীর স্বামী ও আরেক মেয়েও।
এছাড়া নুসেইরাত শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি হামলায় সাতজন নিহত ও কয়েকজন আহত হয়েছে। খান ইউনিস শহর থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের দু’সপ্তাহ পর একটি হাসপাতাল প্রাঙ্গনের গণকবর থেকে ১৮০টি লাশ উদ্ধার করেছে ফিলিস্তিনের সিভিল ডিফেন্স ও প্যারামেডিকেলের সদস্যরা।
ইরান-ইসরায়েল উত্তেজনা ও গাজায় অব্যাহত হামলার মধ্যে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ানকে সামরিক সহায়তা দিতে ৯৫ বিলিয়ন ডলারের প্যাকেজ অনুমোদন পাস হয়েছে। এরমধ্যে ৬০ দশমিক ৮৪ সহায়তা পাবে ইউক্রেইন, ২৬ দশমিক ৪ বিলিয়ন ডলার পাবে ইসরায়েল এবং ৮ দশমিক ১২ বিলিয়ন ডলার পাবে তাইওয়ানসহ ইন্দো-প্যাসিফিক অঞ্চল।









