কানাডার গ্লোবাল টি-টুয়েন্টি লিগে তেমন ছন্দে ছিলেন না লিটন দাস। রান পেলেও শেষ দুই ম্যাচে ইনিংস বড় করতে পারছিলেন টাইগারদের উইকেটরক্ষক ব্যাটার। এবার তিনি ফিরলেন ছন্দে। ব্যাট হাতে দারুণ ফিফটিতে সারে জাগুয়ার্সের জয়ের নায়ক হলেন লিটন, পেলেন ম্যাচ সেরার পুরস্কার।
ব্রামটন উলভসের বিপক্ষে মঙ্গলবার লিটনের ব্যাট থেকে ৪৫ বলে ৩টি করে ছক্কা ও চারে ৫৯ রান আসে। ম্যাচে তার দল ৬ উইকেটে জিতেছে।
টস জিতে উলভসকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় লিটনের দল। ব্যাটে নেমে ৯ উইকেটে ১২৮ রান করে তারা। জবাবে ৪ উইকেট হারিয়ে ১১ বল হাতে রেখে জয় পায় সারে।
লক্ষ্য তাড়া করতে নেমে সারে ১৪ রানে প্রথম উইকেট হারায় । এরপর লিটন নামলেও ২১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে জাগুয়ার্স। সেখান থেকে চতুর্থ উইকেটে ইফতেখার আহমেদের সঙ্গে ৭৭ বলে ৯৯ রানের দারুণ এক জুটি গড়েন লিটন।
শেষ দুই ইনিংসে ২১ ও ২৫ রানের পর এবার ঝলমলে এক ইনিংস খেললেন টাইগার ওপেনার। ডানহাতি ব্যাটারের শুরুটা মন্থর হলেও ধীরে ধীরে নিজেকে চেনা রূপে মেলে ধরেন। জয় থেকে ৯ রান দূরে থাকতে আউট হয়ে গেলে বাকি কাজটুকু শেষ করেন ইফতিখার। পাকিস্তানের এই ব্যাটার ৪১ বলে ২ ছক্কা ও এক চারে করেন অপরাজিত ৩৮ রান।
এর আগে সারে জাগুয়ার্সের বোলিং ছিল একেবারেই নিয়ন্ত্রিত। দুটি করে উইকেট পান আম্মার খালিদ, ম্যাথিও ফোর্দে ও আয়ান খান। একটি করে উইকেট নেন স্পেন্সার জনসন ও ইফতিখার আহমেদ।








