কন্যা সন্তানের বাবা হয়েছেন টাইগার ওপেনার লিটন কুমার দাস। বৃহস্পতিবার সকাল ৯টা ২৭ মিনিটে দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা ও লিটনের ঘর আলো করে নতুন অতিথি আসে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বৃহস্পতিবার রাত দশটার দিকে পোস্ট করে লিটন নিজেই বিষয়টি জানিয়েছেন। লিখেছেন, ‘আজ সকাল ৯.২৭ মিনিটে আমাদের ছোট রাজকন্যার আগমন হয়েছে। মা এবং শিশু সুস্থ আছে। আমাদের জন্য দোয়া করবেন।’
স্ত্রীর পাশে থাকতে নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের আসন্ন টেস্ট সিরিজ থেকে ছুটি চেয়েছেন লিটন। আগামী ২১ নভেম্বর থেকে ঘরের মাঠে কিউইদের বিপক্ষে খেলবে বাংলাদেশ।









