চোটে এশিয়া কাপে সুপার ফোরে শেষ দুম্যাচে খেলতে না পারা লিটন দাসকে আফগানিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরেজেও পাচ্ছে না বাংলাদেশ। নিয়মিত অধিনায়কের পরিবর্তে নেতৃত্ব দেয়া জাকের আলী অনিকের অধীনে আফগানদের বিপক্ষে শারজায় সিরিজটি খেলবে টিম টাইগার্স।
সংযুক্ত আরব আমিরাতের শারজায় আগামী ২ অক্টোবর টি-টুয়েন্টি সিরিজ গড়াবে। ৩ ও ৫ অক্টোবর সিরিজের বাকি দুটি ম্যাচ হবে। পরে তিনটি ওয়ানডেও খেলবে দুদল। ৮ অক্টোবর প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। ১১ ও ১৪ অক্টোবর খেলবে একদিনের বাকি দুটি ম্যাচ।
সিরিজ সামনে রেখে রোববার টি-টুয়েন্টির জন্য ১৬ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ। সিরিজে এশিয়া কাপের স্কোয়াড থেকে একটি পরিবর্তন এসেছে। চোটে ছিটকে যাওয়া লিটন দাসের পরিবর্তে ফেরানো হয়েছে বাঁহাতি ওপেনার সৌম্য সরকারকে।
এশিয়া কাপে সাইড স্ট্রেইনে চোট পেয়েছেন লিটন। নিয়মিত অধিনায়কের চোট নিয়ে জাতীয় দল ফিজিও বায়েজিদুল ইসলাম বলেছেন, ‘সাইড স্ট্রেইনের কারণে লিটন এশিয়া কাপের শেষ দুটি ম্যাচ খেলতে পারেননি। এমআরআই স্ক্যানে বাম পেটের পেশীতে গ্রেড ১ স্ট্রেইনের চোট পাওয়া গেছে। সে সুস্থ হয়ে উঠছে এবং টি-টুয়েন্টি সিরিজের জন্য থাকবে না। মেডিকেল টিম তার পুনর্বাসন পরিচালনা এবং অগ্রগতি পর্যবেক্ষণ অব্যাহত রাখবে।’
বাংলাদেশ দল: জাকের আলী অনিক (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, সাইফউদ্দিন, সৌম্য সরকার।









