সকালে মুশফিকুর রহিমের উইকেট হারিয়ে শঙ্কায় পড়েছিল বাংলাদেশ। লিটন দাস ও সাকিব আল হাসান প্রতিরোধ গড়ে ড্রয়ের আশা জাগিয়েছেন ঢাকা টেস্টে। শ্রীলঙ্কান বোলারদের হতাশায় ডুবিয়ে প্রথম সেশনে অবিচ্ছিন্ন দুজনে।
৮ রানের লিড নিয়ে লাঞ্চে গেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে স্বাগতিকদের সংগ্রহ ১৪৯ রান। পঞ্চম দিনের প্রথম সেশনের শেষ বলে চার মেরে ফিফটি তুলে নিয়েছেন সাকিব (৫২*)। অপেক্ষায় রয়েছেন লিটন (৪৮)*। অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেট জুটিতে এসেছে ৯৬ রান।
পঞ্চম দিনের সকালের সেশনে ৩০ মিনিট নির্বিঘ্নে কাটিয়ে দিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে দলীয় ফিফটি পেরোনোর পর আঘাত হানেন কাসুন রাজিথা। বোল্ড করে সাজঘরে ফেরান মুশফিককে। মি. ডিপেন্ডেবল করেন ২৩ রান।
প্রথম ইনিংসে ১৪১ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৫৩ রানে ৫ উইকেট হারিয়ে কঠিন বিপদে পড়ে। সেখান থেকে দারুণ লড়াই করেছেন সাকিব-লিটন।








