ব্যাটাররা কাজটা ঠিকঠাক করেছিলেন। সংযুক্ত আরব আমিরাতের সামনে দুই শতাধিক রানের চ্যালেঞ্জ ছুঁড়ে এসেছিলেন। বোলাররা সেরাটা দিতে ব্যর্থ হয়েছেন। অনিয়ন্ত্রিত বোলিংয়ে স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় টি-টুয়েন্টিতে ২ উইকেটে হার দেখেছে বাংলাদেশ। এমন হারের কারণ হিসেবে বেশকিছু দিক তুলে ধরেছেন অধিনায়ক লিটন দাস।
শারজায় সোমবার তিন ম্যাচের সিরিজে দ্বিতীয় টি-টুয়েন্টিতে টসে হেরে আগে ব্যাটে নামে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেটে ২০৫ রানের সংগ্রহ গড়ে লিটনের দল। জবাবে ১ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় আমিরাত। সিরিজে সমতার পাশাপাশি টি-টুয়েন্টিতে প্রথমবার দুইশ রানের বেশি তাড়া করে জয়ের রেকর্ড গড়েছে আরব আমিরাত। আমিরাতের মাটিতে টি-টুয়েন্টিতে সর্বোচ্চ রানতাড়ার রেকর্ডও এটি। আগে সর্বোচ্চ ১৮৩ রান তাড়া করে জিতেছিল শ্রীলঙ্কা, ২০২২ এশিয়া কাপে।
এমন হারের পর লিটন বলেছেন, ‘যেকোনো পরাজয়ই বেদনাদায়ক। আমরা এই উইকেটে ভালো ব্যাটিং করেছি। উইকেট খুব ভালো ছিল। আমার মনে হয়েছে, ব্যাটিংয়ের সময় তারা শিশিরের সুবিধাটা পেয়েছে। তারপরও আমরা চেষ্টা করেছি। তবে ফিল্ডিং ও মাঝের ওভারের বোলিংয়ের আমরা কিছু ভুল করেছি।’
পরে ব্যাখ্যা করে লিটন বলেন, ‘বুঝতে হবে যে, এই ধরনের ছোট মাঠে খেলার সময় শিশিরের প্রভাব গুরুত্বপূর্ণ হতে পারে। তাই বোলিংয়ের সময় হিসেবি হতে হবে। ভিন্ন ভিন্ন ব্যাটসম্যানের জন্য আলাদা পরিকল্পনা করতে হবে।’
নাহিদ রানার বোলিংয়ে খুশি নন লিটন, ‘অবশ্যই (নাহিদের বোলিংয়ে প্রতিশ্রুতি ছিল)। তবে রানা এর আগে যা করেছে, তার কাছে আমাদের প্রত্যাশা আরও বেশি ছিল। ক্রিকেটে ভালো দিন, খারাপ দিন থাকবে। আমরা বসে আলোচনা করব এবং আবারও ঘুরে দাঁড়াব।’
বাংলাদেশ এবং আমিরাতের সিরিজের প্রাথমিক পরিকল্পনা ছিল দুই ম্যাচের। দুদেশের বোর্ডের আলাপ সাপেক্ষে তাতে যুক্ত হয়েছে আরও এক ম্যাচ। সিরিজ নির্ধারণী ম্যাচটি হবে বুধবার রাত ৯টায়।









