পাকিস্তানকে হোয়াইটওয়াশের আত্মবিশ্বাস নিয়ে ভারতে গেছে বাংলাদেশ দল। ভারতও পূর্ণশক্তির দল দিয়েছে এবং টাইগারদের হালকাভাবে নিচ্ছে না বলে জানাচ্ছে। মাঠের লড়াইয়ের অপেক্ষা আর একদিনের। এরমধ্যে বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানিয়েছেন শিষ্যদের বিষয়ে। জানিয়েছেন টাইগার দলে জিনিয়াস কারা এবং ব্যাটিংয়ের মূল ভিত্তি কাদের মাধ্যমে।
হাথুরুসিংহে বলেছেন, ‘আমাদের ভালো পেস বোলার আছে, আমরা ভালো মানের অভিজ্ঞ স্পিনারও পেয়েছি। তারপর ব্যাটিংয়ে আসলে, আমাদের ব্যাটিংয়ে বেশ গভীরতা রয়েছে দুইটি কারণে।’
‘একটি হল আমাদের দুজন জিনিয়াস স্পিনার আছে, যারা টেস্টে শতকের দেখা পেয়েছে এবং আমাদের উইকেটকিপার ব্যাটার দুজন আমাদের ব্যাটিংয়ের মূল ভিত্তি। সুতরাং, এ সিরিজের জন্য আমাদের ব্যাটিং লাইন বেশ ভালো এবং সেটা আমাদের বেশ আত্মবিশ্বাস দিচ্ছে যে, এ সিরিজে আমরা বেশ প্রতিদ্বন্দ্বিতা করব।’
‘বর্তমান সময়ে ভারতের মাটিতে এসে ভারতের বিপক্ষে টেস্ট খেলা ক্রিকেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সুতরাং, আপনার অবস্থান কোথায় সেটা সেরা দলের বিপক্ষে খেলতে পারলেই জানা যাবে।’









