চট্টগ্রাম থেকে: সময়টা ভালো যাচ্ছে না লিটন দাসের। চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ এরপর বিপিএলেও রান পাচ্ছিলেন না। সিলেট পর্বে নিজেদের শেষ দুই ৭৩ ও ১২৫ রান করলেও চিটাগংয়ে নিজেদের প্রথম ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। বৃহস্পতিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গ্যালারি থেকে দুয়োধ্বনিও শুনতে হয়েছে টাইগার তারকা ব্যাটারকে। আর সেসময় গ্যালারির দিকে উদাসভাবে চেয়ে আছেন লিটন কুমার দাস, এমন একটি ছবি আলোচনায় সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন লিটন নিজেও।
ফরচুন বরিশালের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের খেলা চলাকালে মাঠের বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন লিটন দাস। তখন পেছনে থাকা গ্যালারিতে সমর্থকদের একটি অংশ সমস্বরে তাকে ‘ভুয়া-ভুয়া’ দুয়োধ্বনি দিচ্ছিলেন। অনাকাঙ্ক্ষিত সেই পরিস্থিতিতে লিটনের প্রতিক্রিয়া ছিল অন্যরকম! দুয়োধ্বনি শুনে পেছনে ফিরে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে ছিলেন লিটন।
এরপরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের বড় একটি অংশ লিটনের পাশে দাঁড়িয়ে সেই দর্শকদের সমালোচনা করছেন। লিটনের দল ঢাকা ক্যাপিটালসও তাদের ফেসবুক পোস্টে টাইগার ওপেনারের সমর্থনে নিজেদের অবস্থান ব্যক্ত করেছে। পরে লিটন সেই পোস্ট শেয়ার করে নিজের অনুভূতি লিখেছেন। কৃতজ্ঞতা জানিয়েছেন পাশে দাঁড়িয়েছেন যারা তাদেরকে।
‘আমার দল ঢাকা ক্যাপিটালসের এমন অসাধারণ আচরণ সত্যিই আমার মন ছুঁয়ে গেছে। যারা আমাকে এবং সব খেলোয়াড়দের প্রতিটি চড়াই-উৎরাইয়ে সমর্থন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের বিশ্বাসটাই আমাদের কাছে অনেক বড়কিছু।’
এর আগে ঢাকা ক্যাপিটালস লিটনকে নিয়ে লিখেছে, ‘আপনি সমালোচনা দেখেন, আমরা দেখি একজন তারকা ব্যাটারের দেশের হয়ে সবচেয়ে বড় ওয়ানডে ইনিংস খেলা এবং টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটার হিসেবে সর্বোচ্চ স্থানে আসা। আপনি বাধা-বিপত্তি দেখেন, আমরা দেখি ঐতিহাসিক কিছু মুহূর্তের সৃষ্টি। লিটন, আপনি আমাদের ভালবাসার প্রতীক। আপনি আমাদের গৌরব।’









