সংযুক্ত আরব আমিরাতের কাছে সিরিজ হেরে গেছে বাংলাদেশে। টি-টুয়েন্টিতে নতুন দায়িত্ব নিয়ে অধিনায়ক লিটন দাসের এটি প্রথম সিরিজ। প্রথম ম্যাচে ভালোভাবে জিতেও শেষ দুই ম্যাচে হার। কারণ হিসেবে লিটন বলছেন শিশিরের প্রভাবের কথা।
ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘অবশ্যই, যখন এখানে এসে সবসময় খেলা জেতার কথা চিন্তা করেন, তখন এটা ঠিক না। তবুও এটি জীবনের অংশ। যখন ক্রিকেট খেলেন, মাঝে মাঝে প্রতিপক্ষ সত্যিই ভালো খেলে। কৃতিত্ব তাদেরও। তবুও আমরা ব্যাটিংয়েও কয়েকটি ভুল করেছি।’
‘আজ আমার মনে হয়েছে যে, এই কন্ডিশনে আমরা যা চাই সে প্রত্যাশা পূরণ হয়নি। অবশ্যই শেষ তিনটি ম্যাচে আমরা পরে বোলিং করেছি এবং শিশিরই মূল অনুঘটক হিসেবে কাজ করেছে বা কারণ।’
দলের পারফরম্যান্স নিয়ে লিটন বললেন, ‘অবশ্যই পারভেজ ইমন এবং তানজিদ তামিম কয়েকটি ম্যাচে, তাওহীদ হৃদয় এবং জাকের আলী সত্যিই ভালো ব্যাটিং করেছে। মাঝখানে কয়েকজন বোলার সত্যিই ভালো বোলিং করেছে। তবুও আমাদের শিখতে হবে, আরও শিখতে হবে এবং ম্যাচে কার্যকর করতে হবে।’
‘সংযুক্ত আরব আমিরাত সত্যিই ভালো খেলেছে। তারা প্রথম ইনিংসে সত্যিই ভালো খেলেছে। তারা ভালো বোলিং করেছে এবং সে কারণেই আমরা বেশি রান করতে পারিনি। তবে ব্যাটিংয়ে তারা কিছুটা শিশিরের সুবিধা পেয়ে থাকবে এবং কৃতিত্ব তাদের যেই ব্যাটিং করুক না কেন। তারা খুব বেশি আতঙ্কিত হয়নি এবং কৃতিত্ব তাদেরই।’









