আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে হার দেখেছে বাংলাদেশ। আইরিশদের বিপক্ষে ৩৯ রানে হারলেও দলের প্রতি আস্থা রাখছেন অধিনায়ক লিটন কুমার দাস।
চট্টগ্রামে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে এমন জানান লিটন। বোলারদের প্রশংসা করলেও ২০-২৫ রান কমে আইরিশদের আটকাতে না পারার আক্ষেপ ছিল তার কণ্ঠে।
‘আমাদের বোলাররা দারুণ করেছে। বিশেষ করে ফিজ, সে যেমন করে। তবুও আমরা যদি আরেকটু ভালো বল করতে পারতাম, তাদের যদি আরও ২০-২৫ কম রানে আটকাতে পারতাম। কারণ উইকেটে বোলারদের জন্য সাহায্য ছিল।’
ব্যাটারদের ভরাডুবির ম্যাচে দলকে টেনে নিয়েছন তাওহীদ হৃদয়। ৫০ বলে ৮৩ রান করা ব্যাটারের প্রশংসা করেছেন লিটন।
বলেছেন, ‘আমি জানি চট্টগ্রামের উইকেট মাঝেমধ্যে ব্যাটিং সহায়ক থাকে বিশেষ করে যখন শিশির পড়ে। কিন্তু পাওয়ার প্লেতে এত উইকেট হারিয়ে ফেলার পর পরের ব্যাটারদের জন্য কাজটা কঠিন। তবে দলে ফিরে হৃদয় যেভাবে খেলেছে, আমি খুব খুশি। তার পারফর্ম করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’
লিটনের বিশ্বাস ঘুরে দাঁড়াবে বাংলাদেশ দল, ‘আমি এখনও নিজ দলের ওপর আস্থা রাখি। আমরা যদি নিজেদের সেরা খেলাটা খেলি, তাদের হারাতে পারব। তবে আমাদের সেরাটা খেলতে হবে। আবারও হৃদয়ের কথা বলতে হয়। সে দারুণ ব্যাটিং করেছে। তার কাছ থেকে সিরিজজুড়ে এমন চাই। আমরা ঘুরে দাঁড়াব আশা করি।’









