“দেশে ও প্রবাসে বাঙালীর বন্ধন” স্লোগানে সমস্ত বাংলাদেশিদের জন্য ইউনিভার্সাল সল্যুশন নিয়ে কাজ করছে লিস্টুলেট নামে একটি অভিনব ওয়েব প্লাটফর্ম!
গ্লোবাল বাংলাদেশি কমিউনিটিতে সবার জন্য সেতুবন্ধন তৈরি করতে এবং নিজেদের দৈনন্দিন চাহিদাগুলি পূরণ করতে পারে এক প্লাটফর্ম থেকেই- এমন ভাবনা থেকেই প্লাটফর্মটি প্রতিষ্ঠা করেছেন আমেরিকা প্রবাসী দুই তরুণ সারওয়ার হাবীব এবং তারেক হাসান।
শুধু তাই নয়, বাংলা সংস্কৃতির প্রচার-প্রসারেও ভূমিকা রাখতে চায় প্লাটফর্মটি। প্ল্যাটফর্মটির মাধ্যমে প্রতি মাসে প্রকাশিত হবে নতুন গান, ওয়েব সিরিজ ও চলচ্চিত্র। ইতিমধ্যে “প্রিয় বাংলাদেশ” শিরোনামে একটি গান প্রকাশিত হয়েছে।
লিস্টুলেট-ের প্রধান উদ্দেশ্য হচ্ছে, দেশে এবং প্রবাসে থাকা বাংলাদেশিদের প্রত্যেকের জীবন আরও একটু সহজ করা। উদ্যোক্তারা জানান, পৃথিবী যেদিকে যাচ্ছে তাতে করে টেকনোলজি ছাড়া মানুষের জীবন কঠিন হয়ে পড়ছে। আর তাই সেখানেই এক বন্ধনের বার্তা নিয়ে আসছে লিস্টুলেট।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিস্টুলেট মূলত একটি ইউনিফায়েড অনলাইন কমিউনিটি প্ল্যাটফর্ম, যা বাংলাদেশিদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে এক জায়গায় বিভিন্ন সুবিধা এনে দিচ্ছে। প্ল্যাটফর্মটিতে বিনামূল্যে ব্যবহারকারীরা তথ্য যুক্ত করতে ও খুঁজতে পারবেন। প্রাথমিকভাবে যুক্ত হয়েছে—বাসা ভাড়া, রিয়েল এস্টেট, খাবার, হোম ফার্নিচার, ফ্যাশন, রুমমেট খোঁজা, চাকরি, সার্ভিস ও কারিগরি সহায়তা, টিউটর, বই, বিবাহ সংক্রান্ত তথ্য, শিল্পীদের জন্য স্টুডিও, অনুদান এবং কমিউনিটি সহায়তা বিভাগ।
সময়ের সঙ্গে সঙ্গে চাহিদা অনুযায়ী নতুন ফিচার যুক্ত করার পরিকল্পনাও রয়েছে। এই বিষয় গুলি এই প্লাটফর্মে লগ ইন করে যে কেউ পোস্ট অথবা লিস্ট করতে পারবেন। লিস্টুলেট ব্যবহারকারীরা জানতে পারবেন, কোন বিষয়গুলো এখন পপুলার অথবা ট্রেন্ডিং, কোথায় কোন ইভেন্ট চলছে এবং কোন জায়গায় গিয়ে সময় কাটানো যেতে পারে। এই সব কিছুর সাথে প্রত্যেকেই নিজেকে যুক্ত ও আপডেট রাখতে পারবেন।
প্ল্যাটফর্মে রয়েছে “সিম্পসিয়াম গ্যালারি” নামের একটি বিশেষ জায়গা, যেখানে যে কেউ বিভিন্ন ক্যাটাগরিতে লিখে ফেলতে পারেন নিজের জীবনের গল্প—সংগ্রাম, সাফল্য, আনন্দ, দুঃখ কিংবা অন্য কোনো অভিজ্ঞতা, যা সমাজে ইতিবাচক বার্তা দিতে পারে। বাছাইকৃত গল্প থেকে প্রকাশিত হবে একটি বিশেষ ম্যাগাজিন। সেটি পাওয়া যাবে দেশে এবং নিউইয়র্কের প্রতিটি বাঙ্গালি অধ্যুষিত জায়গায়। এবং উন্মুক্ত থাকবে সারা দুনিয়ার বাংলা ভাষাভাষী মানুষের জন্য ।
প্রতিষ্ঠাতারা জানান, এই প্ল্যাটফর্ম তখনই সফল হবে, যখন এটি ব্যবহারকারীদের সক্রিয় অংশগ্রহণে একটি ব্যবহারযোগ্য ও সহায়ক কমিউনিটি হয়ে উঠবে।









