অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক লিসা স্টালেকার ফিকার প্রথম নারী সভাপতি নির্বাচিত হয়েছেন। সুইজারল্যান্ডের নিয়নে ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (ফিকা) কার্যনির্বাহী কমিটির বৈঠকে সিদ্ধান্তটি নেয়া হয়। লিসার আগে এ দায়িত্বে ছিলেন ইংল্যান্ডের সাবেক ব্যাটার বিক্রম সোলাঙ্কি।
অজি নারী দলের জার্সিতে ১৮৭ ম্যাচে নেমেছিলেন ৪২ বর্ষী লিসা। ২০১০ টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০০৭ ও ২০০৮ সালে অস্ট্রেলিয়ার সেরা নারী আন্তর্জাতিক খেলোয়াড়ের মর্যাদাপূর্ণ পুরস্কার বেলিন্ডা ক্লার্ক জিতেছেন। ক্রিকেট থেকে বিদায়ের পর ২০২১ সালের জুলাইয়ে সিডনি সিক্সার্সের ব্যবস্থাপক হিসেবে কাজ করেছেন।
‘ফিকার নতুন প্রেসিডেন্ট হতে পেরে অত্যন্ত সম্মানিত এবং আনন্দিত আমি। আমরা খেলার একটি নতুন পর্বে প্রবেশ করছি, যা পুরুষ ও নারী খেলোয়াড়দের জন্য আগের চেয়ে অনেকবেশি ক্রিকেটকে গ্রহণ করে। নতুন অনেক দেশ এই খেলাটি খেলছে, যা প্রমাণ করে ক্রিকেট একটি বিশ্বব্যাপী খেলা হয়ে উঠছে।’
‘আমাদের সদস্য এবং খেলোয়াড়দের পক্ষে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি, বিশেষ করে আইসিসির সাথে কাজ করার জন্য। যাতে সকল খেলোয়াড়ের অধিকার সুরক্ষিত থাকে এবং খেলাটিকে আরও ভালো করাতে প্রশাসকদের সাথে অংশীদারিত্বে কাজ করতে চাই।’
বিশ্বের সকল জাতীয় ক্রিকেটারকে সংগঠনে অন্তর্ভুক্ত করা ও পেশাদার ক্রিকেটারদের অধিকার সুরক্ষার লক্ষ্যে ১৯৯৮ সালে গঠিত হয় ফিকা। লিসাকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নির্বাহী চেয়ারম্যান হিথ মিলস।
‘লিসা স্পষ্টতই একজন সেরা প্রার্থী ছিলেন। সাবেক ক্রিকেটার ও সম্প্রচারকারী উভয় হিসেবেই তিনি অতুলনীয়। ফিকার একজন স্বাধীন পরিচালক হিসেবে অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের বোর্ডে তার আগের ভূমিকা ক্রিকেটারদের আন্দোলন এবং অধিকারের অগ্রগতির প্রতি দীর্ঘস্থায়ী প্রতিশ্রুতি বহন করে।’







