অ্যাশেজের দ্বিতীয় টেস্টে লর্ডসে টানা ১০০ টেস্ট খেলার রেকর্ড গড়ার ম্যাচে চোটে ছিটকে পড়েছিলেন নাথান লায়ন। ফিরে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে গড়লেন ৫০০ উইকেটের এলিট ক্লাবে পৌঁছার রেকর্ড। টেস্টে ৫০০ বা তার বেশি উইকেট নেয়া অষ্টম বোলার এখন অস্ট্রেলিয়ার অফস্পিনার। লায়নের আগে অজিদের প্রয়াত লেগ স্পিনার শেন ওয়ার্ন ও সাবেক পেসার গ্লেন ম্যাকগ্রার আছে অস্ট্রেলিয়ান হিসেবে পাঁচশর বেশি উইকেট নেয়ার কীর্তি।
রোববার ২৮তম ওভারের প্রথম বল, ৭৯ রানে ৬ উইকেট হারানো পাকিস্তানের ব্যাটার ফাহিম আশরাফ মোকাবেলার জন্য প্রস্তুত হন। লায়নের করা বলটি ফাহিমের প্যাডে লাগে। অস্ট্রেলিয়ানদের জোরাল আবেদনে প্রথমে সাড়া দেননি রিচার্ড ইলিংওয়ার্থ। রিভিউ নিয়ে দেখা যায় বল স্টাম্প লাইনে আছে, পরিবর্তন হয় আম্পায়ারের সিদ্ধান্ত। টেস্টে ৫০০তম উইকেটের দেখা পান লায়ন।
৪৯৬ উইকেটে থাকা লায়ন প্রথম ইনিংসে তিন উইকেট নিয়ে ৪৯৯তে পৌঁছান। ৩৬ বর্ষী তারকার মাইলফলকে পৌঁছাতেও আর অপেক্ষা করতে হল না। আমের জামালকে আউট করে ৫০১ উইকেটে থেকে ম্যাচ শেষ করেছেন।
৫০০ বা তার বেশি উইকেট নেয়া তৃতীয় অস্ট্রেলিয়ান লায়ন। তার আগে এলিট ক্লাবে ঢুকেছেন ওয়ার্ন, ১০৮ ম্যাচ খেলে কীর্তিটি গড়েছিলেন। দ্বিতীয় অস্ট্রেলিয়ান হিসেবে নাম তুলেছিলেন পেসার ম্যাকগ্রা এবং খেলেছিলেন ১১০ ম্যাচ।
৫০০ উইকেট নিতে সবচেয়ে কম ম্যাচ খেলেছেন শ্রীলঙ্কার সাবেক অফস্পিনার মুত্তিয়া মুরালিধরন। ৮৭ ম্যাচ খেলে তিনি মাইলফলকে পৌঁছেছিলেন। দুইয়ে ভারতের সাবেক লেগ স্পিনার অনিল কুম্বলে। ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার কোর্টনি ওয়ালশ এবং ইংল্যান্ডের দুই পেসার জেমস অ্যান্ডারসন ও সাবেক স্টুয়ার্ট ব্রডের ৫০০ উইকেট পেরোনোর কীর্তি রয়েছে।
মুরালিধরন ৮০০ উইকেটে ক্যারিয়ার শেষ করেছেন। ওয়ার্নের ৭০৮টি, অ্যান্ডারসনের ৬৯০টি, কুম্বলের উইকেট আছে ৬১৯টি। ৬০৪ উইকেট নিয়ে পাঁচে ব্রড, ৫৬৩ উইকেটে ছয়ে ম্যাকগ্রা এবং ওয়ালশের উইকেট ৫১৯টি। কেবল অ্যান্ডারসনই এই কীর্তিমানদের মধ্যে খেলা চালিয়ে যাচ্ছেন।







