লিগ ওয়ানে তুলুজের বিপক্ষে কাইলিয়ান এমবাপে ও নেইমারকে ছাড়াই জয় তুলেছে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসির নেতৃত্বে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ক্রিস্তোফ গালতিয়েরের দল।
শনিবার রাতে আশরাফ হাকিমি ও মেসির গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বিশ্বকাপজয়ী মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন কোচ।
গালতিয়ের জানান, মেসিকে রক্ষণাত্মক খেলা থেকে অব্যাহতি দেয়া হচ্ছে। দলের মহাতারকাকে আরও বেশি স্বাধীনতা দেয়ার ব্যাপারে সবাইকে পরিশ্রমীও হতে বলেছেন তিনি।
‘দলকে মেসির জন্য খেলতে ও কাজ করতে বলেছি। মেসিকে অবশ্যই কিছু কাজ থেকে অব্যাহতি দিতে হবে। তার সতীর্থদের বল পুনরুদ্ধার এবং গতিতে খেলতে দ্বিগুণ কাজ করতে বলেছি। এতে করে মেসি আরও বেশি পাস পাবে, এ ধরনের ছোট পাস ফুটবলে এখন বিরল।’
তুলুজের বিপক্ষে শুরুতে পিছিয়ে পরলেও হাকিমির গোলে লড়াইয়ে ফেরে পিএসজি। দ্বিতীয়ার্ধে জয়সূচক গোলটি করেন মেসি।
বৃহস্পতিবার রাতে পরের ম্যাচে মার্শেইয়ের বিপক্ষে নামবে পিএসজি। ফরাসি লিগের দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে পিএসজির হয়ে মেসিকেই নিতে হবে গুরুদায়িত্ব।








