এখনো ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে প্রাণের স্পন্দন

তুরস্ক ও সিরিয়ায় একসঙ্গে হওয়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২১ হাজার ৭২১ জনে দাঁড়িয়েছে। তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) বলছে, সেদেশে নিহত বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৪২ জনে । আহত ৭৪ হাজার ২৪২ জন। এদিকে, সিরিয়ায় অন্তত ৩ হাজার ৩৭৭ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।