মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চ্যানেল আই-এর আয়োজনে বরাবরই দেশ বরেণ্য চিত্রশিল্পীদের নিয়ে আয়োজন করা হয় চ্যানেল আই ‘রং তুলিতে মুক্তিযুদ্ধ’। এবারও হচ্ছে না ব্যতিক্রম।
প্রতিবারের মতো এবারও আয়োজনটি চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। সংবাদ বিজ্ঞপ্তিতে চ্যানেল আই থেকে জানানো হয়, এবারও দেশের খ্যাতিমান চিত্রশিল্পীদের পাশাপাশি তরুণ এবং শিশুশিল্পীদের রং এবং তুলির আঁচড়ে ফুটে উঠবে মুক্তিযুদ্ধের নানান চিত্র।
দেশের খ্যাতিমান শিল্পীদের দেশপ্রেমের চিত্রাংকন ও প্রিয়শিল্পী ফেরদৌস আরা এবং সুরসপ্তক-এর শিল্পীদের পরিবেশনায় পরিবেশিত হবে দেশপ্রেমের গান। শিশুশিল্পীরাও মুক্তিযুদ্ধের চিত্রাংকন করবে। আরো থাকবে আবৃত্তি ও নৃত্যপরিবেশন। অনুষ্ঠানটি নিবেদন করেছে ঢাকা ব্যাংক পিএল।
বুধবার (২৬ মার্চ) সকাল ১১টা ৩০ মিনিটে ‘রং তুলিতে মুক্তিযুদ্ধ, রঙে রেখায় বাংলাদেশ’ অনুষ্ঠানটির উদ্বোধন হবে। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন আমীরুল ইসলাম ও রাজু আলীম। চ্যানেল আইয়ের সরাসরি অনুষ্ঠানটি বরাবরের মতো উপস্থাপনা করবেন আফজাল হোসেন।









