লা লিগায় ষষ্ঠ ম্যাচে পঞ্চম জয় পেয়েছে বার্সেলোনা। হ্যান্সি ফ্লিকের শিষ্যরা বৃহস্পতিবার রাতে রিয়াল ওভিয়েদোর মাঠে ৩-১ ব্যবধানে জিতেছে। পিছিয়ে পড়া ম্যাচে জয়ের নায়ক পোল্যান্ড তারকা স্ট্রাইকার রবার্ট লেভান্ডোভস্কি।
রিয়াল ওভিয়েদো শুরুতেই নিয়ে ফেলে ঘরের মাঠের সুবিধা। প্রথমার্ধে ৩৩ মিনিটে বার্সার জালে গোল জড়ান আলবার্তো রেইনা। বার্সেলোনা প্রথমার্ধ শেষ করে গোল ছাড়াই।
দ্বিতীয়ার্ধের শুরুতে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে কাতালুনিয়ান ক্লাবটি। ৫৬ মিনিটে সফলও হয়। এরিক গার্সিয়া ওভিয়েদোর জালে বল জড়ান, সমতায় ফেরে বার্সা।
সমতায় ফিরে ম্যাচে এগিয়ে যেতে গোল খুঁজতে মরিয়া বার্সার ত্রাতা হয়ে আসেন সুপার সাবস্টিটিউট রবার্ট লেভান্ডাভোস্কি। ৭০ মিনিটে রিয়ালের জালে বল জড়ান তিনি।
২-১ ব্যবধানে এগিয়ে থাকা বার্সাকে ম্যাচের অন্তিম মুহুর্তে আরও ব্যবধান বাড়িয়ে দেন রোনাল্ড আরাউজো। ৮৮ মিনিটে গোল করে ৩-১ ব্যবধানে জয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
গত মৌসুমে লা লিগা শিরোপা জেতা বার্সেলোনা ছয়টি ম্যাচের একটিতে ড্র নিয়ে চলতি মৌসুমে লিগের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। ছয় ম্যাচে ছয় জয় নিয়ে রিয়াল মাদ্রিদ আছে সবার উপরে।









