হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও সম্প্রতি স্পেনের ইবিজায় এক্সক্লুসিভ প্রাইভেট পার্টিতে ঢুকতে গিয়ে স্প্যানিশ পুলিশের তল্লাশির মুখে পড়েন। ৫০ বছর বয়সী এই অস্কারজয়ী অভিনেতার সাথে তখন ছিলেন ইতালীয় মডেল প্রেমিকা ভিটোরিয়া সেরেত্তি ও কয়েকজন বন্ধু।
ডেইলি মেইলের হাতে পাওয়া ফুটেজে দেখা যায়, পুলিশ কর্মকর্তারা ডিক্যাপ্রিওর পকেট তল্লাশি করছেন। সাধারণত তাকে মাথায় ক্যাপ বা মুখ ঢাকা অবস্থায় দেখা গেলেও সেদিন তিনি ছিলেন সম্পূর্ণ উন্মুক্ত। পাশে থাকা সেরেত্তিকে বলতে শোনা যায়, “তারা আমাকে পুরোপুরি তল্লাশি করছে।”
প্রত্যক্ষদর্শীরা জানান, ডিক্যাপ্রিও শেষ পর্যন্ত নিজের পরিচয় দেন ও আইডি দেখান, এরপরই তারা পার্টিতে ঢোকার অনুমতি পান।
প্যাট্রন টাকিলা ব্র্যান্ড ও স্প্যানিশ অভিনেতা-গায়ক অ্যারন পাইপারের আয়োজিত এই পার্টি অনুষ্ঠিত হয়েছিল ইবিজার একটি প্রাইভেট ভিলায়। অতিথিদের মধ্যে ছিলেন কেন্ডাল জেনার, টোবি ম্যাগুয়ারসহ আরও অনেকে।
অন্যদিকে, সেই একই রাতে মার্কিন র্যাপার ট্রাভিস স্কটকে প্রবেশের অনুমতিই দেওয়া হয়নি। এক সূত্র ডেইলি মেইলকে জানায়, “তারকারাও আমাদের মতোই। লিওকেও প্রবেশের সময় সন্দেহ করা হয়েছিল। পুলিশ তার দিকে দ্বিতীয়বার তাকিয়েছিল। তিনি খুব ভদ্র ছিলেন এবং তাদের সঙ্গে রসিকতা করছিলেন।”
ডিক্যাপ্রিও ও সেরেত্তির প্রথম দেখা হয় ২০২৩ সালের কান চলচ্চিত্র উৎসবে ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’–এর প্রিমিয়ারে। তারপর থেকে তাদের একসঙ্গে নানা জায়গায় দেখা গেছে, এমনকি এই মাসের শুরুর দিকে জেফ বেজোস ও লরেন সানচেজের সঙ্গে ৫০ কোটি ডলারের ইয়টে ডাবল ডেটে অংশ নিতে দেখা গেছে। –মাসালা









