তামিল সিনেমার অন্যতম সফল নায়ক থালাপতি বিজয়। তার সিনেমা মানেই যেন বক্স অফিসে ঝড়। বিজয়ের আসন্ন সিনেমা ‘লিও’ নিয়ে ভক্তদের তাই আগ্রহের কমতি নেই। সোমবার প্রকাশ পেয়েছে ‘লিও’ ছবির তেলেগু পোস্টার যা এখন সামাজিক মাধ্যমে ভাইরাল।
লোকেশ কানাগরাজ পরিচালিত ‘লিও’ ছবির নতুন পোস্টারের স্লোগানে লেখা হয়েছে, ‘শান্ত থাকুন, সংঘাত এড়ান।’ নির্মাতা নিজেই পোস্টারটি সামাজিক মাধ্যম এক্স-এ শেয়ার করেছেন।
‘লিও’ ছবিতে বিজয়ের বিপরীতে বহু বছর পর দেখা যাবে তৃষাকে। এছাড়াও থাকছেন কিরথি সুরেশ, অর্জুন, মিশা ঘোষাল, প্রিয়া আনন্দ, মনসুর আলি খান এবং সঞ্জয়ের মতো জনপ্রিয় কলিউড তারকারা।
Keep calm and avoid the battle 🧊#LeoTeluguPoster #LEO 🔥🧊 pic.twitter.com/8fqLMFRT73
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) September 17, 2023
ছবির শুটিং হয়েছে কাশ্মীর ও চেন্নাইয়ের নানা স্থানে। পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। এরপর শুরু হবে ডাবিং-এর কাজ।
নির্মাতা লোকেশ কানাগরাজের সিনেমাটিক ইউনিভার্স এর অংশ ‘লিও’। অনেকেই মনে করছেন ইউনিভার্সের আগের দুই সিনেমা ‘কাইথি’ ও ‘বিক্রম’-এর অনেক চরিত্রকেই দেখা যাবে এ সিনেমায়। প্রায় ৩০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা মুক্তি পাবে ১৯ অক্টোবর।
সূত্র: হিন্দুস্তান টাইমস




![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}](https://www.channelionline.com/wp-content/uploads/2026/01/Picsart_26-01-20_12-20-02-008-120x86.jpg)



