যেন হাফ ছেড়েই বেঁচেছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ঘরের মাঠে লেইপজিগের সাথে ১-১ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। প্রথম লেগে ১-০ গোলে জয় পাওয়ায় ২-১ ব্যবধানে কোয়ার্টার নিশ্চিত হয়েছে লস ব্লাঙ্কোসদের। তবে সান্তিয়াগো বার্নাব্যুতে ছন্দহীন ছিল স্প্যানিশ জায়ান্টরা। এর দায় অবশ্য নিজের কাঁধে নিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। বলেছেন, শুরুর একাদশ সাজাতে হয়তো আমি ভুল করেছি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ইতালিয়ান এই কোচ বলেছেন, ‘শুরুর একাদশ সাজাতে হয়তো আমি ভুল করেছি। আবার একাদশ গড়লে হয়তো একই দল বেছে নিতাম না। আত্মসমালোচনা করতে হবে আমাদের, আজকে যে সমালোচনা হচ্ছে, তা আমাদের পুরোপুরি প্রাপ্য। মধ্য বিরতিতে (দর্শকরা) যে শিস দিয়েছেন, সেটাও প্রাপ্য।’
দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট না হওয়াটাই স্বাভাবিক আনচেলত্তির জন্য। অকপটে স্বীকারও করেছেন তা। তবে শেষ আটে নিশ্চিতে স্বস্তিও পেয়েছেন রিয়াল কোচ। বলেছেন, ‘বাজে ম্যাচ ছিল এটি। মানসিক দিকগুলো আমাদের খেলায় প্রভাব ফেলেছে। মানসম্পন্ন একটি দলের বিপক্ষে খেলেছি আমরা, যাদের হারানোর কোনো ভয় ছিল না এবং শুরু থেকে শেষ পর্যন্ত লড়ে গেছে। আমরা ভুগেছি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কোয়ার্টার-ফাইনালে যাওয়া এবং আমরা তা পেরেছি।’
রিয়ালে রক্ষণ ও মাঝমাঠের নির্ভরযোগ্য বেশ কয়েকজন একদমই বিবর্ণ ছিলেন ম্যাচে। তবে কারও দিকে আঙুল না তুলে নিজেকেই কাঠগড়ায় দাঁড় করালেন রিয়াল কোচ। বলেছেন, ‘রাতটি অবশ্যই ভালো ছিল না। দায় আমারই। চ্যাম্পিয়ন্স লিগে কখনও কখনও এরকম হয়ে থাকে। ঘরের মাঠে চেলসির বিপক্ষেও (২০২২ সালের এপ্রিলে) হয়েছিল এরকম। কখনও কখনও একটি বাজে ম্যাচ দলকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিতে পারে।’






