এফএ কাপে তৃতীয় রাউন্ডে চেলটেনহ্যাম টাউনকে ২-০ গোলে হারিয়ে চতুর্থ রাউন্ডের টিকিট কেটেছে লেস্টার সিটি। এদিন লেস্টারকে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ জাতীয় দল তারকা হামজা দেওয়ান চৌধুরী।
চেলটেনহ্যামের কমপ্লিট সুজুকি স্টেডিয়ামে লেস্টারের হয়ে গোল করেছেন প্যাটসন ডাকা ও স্টেফি মাভিদিদি।
ম্যাচের ২৩তম মিনিটে মাভিদিদির পাসে বল পেয়ে লেস্টারকে লিড এনে দেন ডাকা। বিরতিতে যাওয়ার আগে ৪৫ মিনিটে অলিভার স্কিপের অ্যাসিস্টে ব্যবধান দিগুণ করেন মাভিদিদি।
দ্বিতীয়ার্ধে জালের দেখা পায়নি কোন দল। ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে হামজার দল।









