কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-নেদারল্যান্ডস। সেই ম্যাচে লাল-হলুদ মিলিয়ে ১৮ বার কার্ড দেখিয়ে সমালোচিত হয়েছিলেন অ্যান্তনিও মাতেউ লাহোস। বিশ্বআসরে আর কোনো ম্যাচে দায়িত্ব পাননি এ স্প্যানিশ রেফারি। স্পেনে ফিরে দায়িত্ব পাওয়া পরের ম্যাচেই ১৭ কার্ড দেখিয়ে লাহোস ফের আলোচনায়।
পকেট থেকে কার্ড বের করার অভ্যাসটা যেন ভালোই আয়ত্ত করে ফেলেছেন লাহোস। শনিবার রাতে এস্পানিওলের বিপক্ষে ন্যু ক্যাম্পে নেমেছিল বার্সেলোনা। ঘরের মাঠে ১-১ গোলে ড্র ম্যাচে একের পর এক কার্ড দেখেছেন বার্সার খেলোয়াড়রা, তোপ থেকে বাদ যায়নি অতিথি দলও। যা দিয়ে লাহোস ফের আলোচনার কেন্দ্রে।
ম্যাচের ২৫ মিনিটে আনসু ফাতিকে হলুদ কার্ড দেখিয়ে সূচনা করেন লাহোস। প্রথমার্ধেই কার্ডের হালি পূরণ করে বসেন।
বিরতির পর ৭৩ মিনিট থেকে শুরু হয় স্প্যানিশ রেফারির সিরিয়াল কার্ড শো। আট মিনিটে আটবার কার্ড বের করেন। যার মধ্যে ৬টি হলুদ কার্ড ও দুটি লাল কার্ড। ৭৮ মিনিটে মাঠ ছাড়েন জর্ডি আলবা। দুই মিনিট পর তাকে অনুসরণ করেন এস্পানিওলের ভিনিসিয়াস সৌজা।
খানিক পর অতিথি দলের লেয়ান্দ্রো ক্যাবরেরা লাল কার্ড দেখেন। অবশ্য ভিএআরে তার কার্ড বাতিল করতে বাধ্য হন লাহোস। ১৭ বার কার্ড দেখালেও অফিসিয়ালি হিসেবে তাই ম্যাচে ১৬ বার কার্ড দেখানো লেখা হয়েছে।
যোগ করা সময়ের খেলা হয়েছিল ১১ মিনিট। এ সময়ের মাঝেও লাহোস তিনবার হলুদ কার্ড দেখিয়ে শো শেষ করেছেন।







