আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি যেমন ছিল এখন তার চেয়ে অনেক ভালো আছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা কমিটির এক বৈঠকে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ৫ আগস্ট ঘিরে কোন ধরনের আতঙ্কের কারণ নাই। সব ধরনের অনুষ্ঠান স্বাভাবিকভাবেই চলবে। তারপরও প্রশাসন সতর্ক রয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা প্রস্তুতি গ্রহণ করছি।
এছাড়া কোন ধরনের মবের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।









