বুড়িগঙ্গা নদীর নারায়ণগঞ্জের ফতুল্লা লঞ্চঘাটে এম ভি প্রিন্স কালাম পাওয়ার-১ নামের যাত্রীাবাহী লঞ্চের চাপায় মনির হোসেন নামে এক ট্রলার চালক নিহত হয়েছে। এসময় ডুবে গেছে একটি ট্রলারও।
শুক্রবার রাতে সদর উপজেলার ওই ঘাটে এ ঘটনা ঘটে।
নিহত ট্রলার চালক মনির হোসেন কেরানীগঞ্জ থানার কান্দাপাড়ার আলী আকবর ফকিরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে পটুয়াখালীগামী এম ভি পিন্স কালাম-১ নামের যাত্রীবাহী লঞ্চটি যাত্রী উঠানোর জন্য ঘাটে নোঙ্গর করছিল। ওই সময় লঞ্চের গতি বেশি থাকায় ঘাটের কয়েকটি ট্রলারের উপর উঠিয়ে দেয়। লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে যায়। ট্রলারে থাকা চালক মনির হোসেন লঞ্চের চাপা পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নগরীর খানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নৌ পুলিশের পাগলা ফাঁড়ির উপ-পরির্দশক ইয়ার আলী জানান, লঞ্চের চাপায় নিহত মনিরের মরদেহ তার পরিবারের কাছে হস্তাস্তর করা হয়েছে। দুর্ঘটনার পরপরই পুলিশ গিয়ে লঞ্চটি আটক করেছে। লঞ্চের বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় নৌ পুলিশ।







