২০২৬ ফিফা বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে লাতিন অঞ্চলের ৬ দল। বিশ্বকাপ বাছাইয়ে অঞ্চলটিতে সবার একটি করে ম্যাচ হাতে আছে, তবে সেটি চূড়ান্ত পর্বের টিকিটে কোন প্রভাব ফেলবে না। ব্রাজিল-আর্জেন্টিনা ও ইকুয়েডর আগেই জায়গা নিশ্চিত করেছে। শুক্রবার টিকিট কেটেছে কলম্বিয়া, উরুগুয়ে এবং প্যারাগুয়ে। এ অঞ্চল থেকে ৬ দল সরাসরি যাবে ও একটি দল প্লে-অফ খেলবে বিশ্বকাপে যেতে।
শুক্রবার পেরুর বিপক্ষে ড্র করলেই উরুগুয়ের বিশ্বকাপ নিশ্চিত হতো, তারা জিতেছে ৩-০ গোলে। অন্য ম্যাচে বলিভিয়াকেও ৩-০ গোলে হারিয়েছে কলম্বিয়া। আগেই বিশ্বকাপ নিশ্চিত করা ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে প্যারাগুয়ে।
বাছাইপর্বে বড় অঘটন দুবারের কোপা আমেরিকা ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনাকে হারানো চিলি বিশ্বকাপে যেতে পারছে না। বিশ্বকাপে ৯ বার জায়গা করে নেয়া চিলি বাছাই শেষ করছে পয়েন্ট টেবিলের তলানিতে থেকে।
লাতিন অঞ্চলে সবাই ১৭টি করে ম্যাচ খেলেছে। পয়েন্টে শীর্ষে ১২ জয়, দুই ড্র ও তিন হারে ৩৮ পয়েন্ট নিয়ে আছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দুইয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, ৮ জয়ে ৪ ড্র ও ৫ হারে পয়েন্ট ২৮। তিনে উরুগুয়ে, ৭ জয় ৬ ড্র ও ৪ হার নিয়ে পয়েন্ট ২৭।
ইকুয়েডর ৭ জয় ৮ ড্র ও দুই হার নিয়ে আছে চারে, পয়েন্ট ২৬। কলম্বিয়া ৬ জয় ৭ ড্র ও ৪ হার নিয়ে ২৫ পয়েন্টে আছে পাঁচে। প্যারাগুয়ে ৬ জয় ৭ ড্র ও ৪ হারে ২৫ পয়েন্ট নিয়ে আছে ছয়ে। এই ছয় দলের বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে গেছে।
ভেনেজুয়েলা ৪ জয় ৬ ড্র ও ৭ হারে ১৮ পয়েন্টে আছে সাতে। আটে ৫ জয় দুই ড্র ও ১০ হার নিয়ে ১৭ পয়েন্টে আছে বলিভিয়া। ১২ পয়ন্টে নয়ে পেরু এবং ১০ পয়েন্টে দশে আছে চিলি।
এ অঞ্চল থেকে সপ্তম স্থানে থাকা দলের জন্য এখনও বিশ্বকাপে খেলার একটি সুযোগ আছে, কিন্তু সমীকরণ তাদের জন্য বেশ কঠিন। সপ্তমে থাকা দলটি এশিয়া, আফ্রিকা, ওশেনিয়া, নর্থ আমেরিকার অঞ্চলের প্লে-অফ খেলা দলের সাথে লড়াই করবে। সব মহাদেশ থেকে মোট ৬ দল থাকবে। তাদের মধ্যে চ্যাম্পিয়ন দল জায়গা করে নেবে বিশ্বকাপের মূলপর্বে।
ভেনেজুয়েলা এবং বলিভিয়ার মধ্যে যে দল বাছাইয়ে শেষ ম্যাচ খেলে সপ্তম স্থান থেকে শেষ করতে পারবে, সেই দলটি বাছাইপর্বের প্লে-অফ খেলবে। বুধবার বলিভিয়া তাদের মাঠে আতিথ্য দেবে ব্রাজিলকে এবং একইদিনে ভেনেজুয়েলা ঘরের মাঠে খেলবে কলম্বিয়ার সাথে। বিশ্বকাপ নিশ্চিত করা লাতিন টেবিলের শীর্ষ ৬ দলের উপর সপ্তম এবং অষ্টম দলের জয় পরাজয় কোন প্রভাব ফেলবে না।









