বহুল প্রতীক্ষিত ‘এএফবি লাতিন বাংলা সুপার কাপে’ অংশ নিতে বুধবার সকালে ঢাকায় পৌঁছেছে আর্জেন্টিনার দল অ্যাথলেটিকো শার্লোন। আসরে অংশ নেবে বাংলাদেশ-ব্রাজিলের দুটি ফুটবল দলও। বিমানবন্দরে আর্জেন্টিনার দলকে উষ্ণ অভ্যর্থনা জানান আয়োজকরা। পৌঁছে জয়ের প্রত্যয় তুলে ধরে অতিথি দলটি।
ঢাকায় জাতীয় স্টেডিয়ামে ৫ ডিসেম্বর বসতে চলা আসরের পর্দা নামবে ১১ ডিসেম্বর। সব খেলাই একই ভেন্যুতে।
বাংলাদেশে এসে শার্লোনের ফুটবলাররা বলেছেন, ‘বাংলাদেশে খেলার আমন্ত্রণ পেয়ে আমরা সত্যিই আনন্দিত। আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। সুপার কাপ জয়ের জন্যই বাংলাদেশে এসেছি। আমাদের প্রস্তুতি বেশ ভালো।’
কিংবদন্তি লিওনেল মেসি ও আর্জেন্টিনার বিশ্বকাপ জয় নিয়ে দেশের মানুষের গর্বের কথাও তুলে ধরেন অতিথিরা, ‘মেসি ও আর্জেন্টিনার কথা বলবো, মেসির জন্য সত্যিই আমরা গর্বিত। আশা করছি আর্জেন্টিনা আগামী বিশ্বকাপও জিতবে।’
লাতিন বাংলা সুপার কাপের সূচি অনুযায়ী- ৫ ডিসেম্বর ব্রাজিলের ক্লাব সাও বের্নার্দো ও বাংলাদেশের রেড গ্রিন ফিউচার স্টার মাঠে নামবে, ৮ ডিসেম্বর আর্জেন্টিনার অ্যাথলেটিকো শার্লোন ও বাংলাদেশের রেড গ্রিন ফিউচার স্টার খেলবে এবং ১১ ডিসেম্বর ব্রাজিলের সাও বের্নার্দো ও আর্জেন্টিনার অ্যাথলেটিকো শার্লোন মুখোমুখি হবে।
১১ ডিসেম্বর ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচে উপস্থিত থাকবেন দুই কিংবদন্তি সেলেসাওদের বিশ্বকাপজয়ী কাফু ও আর্জেন্টাইনর ক্যানিজিয়া।









