বগুড়ায় উৎপাদিত আলুতে লেট ব্লাইট বা পাতা ও কান্ড পঁচা রোগ দেখা দিয়েছে। কিটনাশক ছিটিয়েও সুফল না পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন চাষীরা। আলুর ফলন বিপর্যয়ের পাশাপাশি আর্থিকভাবে বড় ক্ষতির আশঙ্কা করছেন তারা।
লাভের আশায় এবারও অনেক বেশি জমিতে আলু চাষ করেছেন বগুড়া জেলার চাষী। আলু রোপনের কয়েকদিন পরই বৈরি আবহাওয়ায় আলুর ডগা পঁচে যাওয়া শুরু হয়।
জানা যায়, কুকড়ে বিবর্ণ হয়ে যায় গাছের পাতা। অধিকাংশ আলু ক্ষেতেই ফলন বিপর্যয় দেখা দিয়েছে। কোন কোন ক্ষেতে ফলন পাওয়া গেছে অর্ধেকেরও কম।
চাষির অভিযোগ, মনিটরিং করা ও পরামর্শ দেওয়া হবে এমন আশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে স্থানীয় কৃষি বিভাগ।
কৃষি সম্প্রসারণ বগুড়ার অতিরিক্ত উপ-পরিচালক মো. মশিদুল হক বলেন, জেলায় এবার ৫৫ হাজার ২৬০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। এর মধ্যে প্রায় ৫ হাজার হেক্টরেরও বেশি জমি লেট ব্লাইটে আক্রান্ত।







