মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগে কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমিকে উড়িয়ে দিয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সংঘ। ফতুল্লায় লতা মণ্ডলের সেঞ্চুরিতে ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৮১ রান তোলে খেলাঘর। জবাবে পঞ্চাশের আগেই গুটিয়ে যায় কেরানীগঞ্জের ক্লাবটি। হারতে হয় ২৪৫ রানের বিশাল ব্যবধানে।
৩৪ ওভার ব্যাটিং করে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৩৬ রান তোলে কেরানীগঞ্জ। অধিনায়ক শাহনাজ পারভিন ছুঁতে পারেন কেবল দুই অঙ্কের ঘর। ৪ ব্যাটার আউট হন শূন্য রানে। ফাহিমা খাতুন চারটি, সানজিদা আক্তার মেঘলা তিনটি উইকেট নেন।
টস জিতে ব্যাট করতে নেমে দারুণ সূচনা পায় খেলাঘর। ওপেনিং জুটিতে আসে ৬৭ রান। ওপেনার দিলারা আক্তার করেন ৪৭ রান। তাজ ৫২ ও স্বর্ণা আক্তার ২৫ বলে ৪১ রানের ঝড়ো ইনিংস খেলেন।
সেঞ্চুরি তুলে নেন লতা। ১০১ বলে ১০০ রানে অপরাজিত থাকেন এ অলরাউন্ডার। বাউন্ডারি মারেন ৯টি।
বিকেএসপিতে দিনের অপর ম্যাচে সিটি ক্লাবকে ৬ উইকেটে হারিয়েছে জাহানারা আলমের আবাহনী।







