সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল। একই দুর্ঘটনায় আরো ৮জনের আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার (১৬ নভেম্বর) সকালে মাদারীপুরের সমাদ্দার এলাকায় দুর্ঘটনায় আহত হন তারা।
দুর্ঘটনায় রুবেল খুব বেশী আহতন হননি বলে জানিয়েছে মাদারীপুরের জেলা হাসপাতালের চিকিৎসক। সেখানেই প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে সঙ্গে থাকা অন্তত দু’জনের অবস্থা কিছুটা গুরুতর বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন চিকিৎসক।
কিন্তু কীভাবে এমন দুর্ঘটনার কবলে পড়লেন রুবেল? জানা গেছে,পটুয়াখালীতে একটি মার্শাল আর্ট ক্লাবের উদ্বোধন করতে ঢাকা থেকে ভোরে রওনা হন রুবেল। যাওয়ার পথে মাদারীপুরে এ দুর্ঘটনা ঘটে। উল্টো দিক থেকে দ্রুতগতিতে আসা একটি বাস ওভারটেক করে সামনে চলে আসে। এমন সময় রুবেলকে বহনকারী মাইক্রোবাসটির চালক আত্মরক্ষার জন্য রাস্তার পাশে ছিটকে যান। গাছের সঙ্গে গিয়ে ধাক্কা লেগে মাইক্রোবাসটি থেমে যায়।
ইতিমধ্যে রুবেলের দুমড়েমুচড়ে যাওয়া মাইক্রোবাসটির বেশকিছু ভিডিও ক্লিপ মাদারীপুরের স্থানীয় অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজে ঘুরছে। হাইওয়ে পুলিশ জানিয়েছে, চিত্রনায়ক রুবেলের গাড়িটি রাস্তার পাশে একটা গাছের সঙ্গে ধাক্কা লেগে তারা আহত হয়েছেন।









