চ্যানেল আই মসজিদে ঈদুল আজহার শেষ জামাত অনুষ্ঠিত হয়েছে। বরাবরের মতো এবারও ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে চ্যানেল আই মসজিদে।
আজ ১৭ জুন সোমবার তেজগাঁওয়ে অবস্থিত চ্যানেল আই মসজিদে রাজধানীর শেষ ঈদ জামাত অনুষ্ঠিত হয় সকাল ১১টা ৩১ মিনিটে।
এর আগে সকাল সোয়া সাতটায় চ্যানেল আই মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান ইনসেপ্টার ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুকতাদিরসহ প্রতিষ্ঠান দুটির কর্মকর্তারা অংশ নেন।
এছাড়াও তেজগাঁও এবং পাশ্ববর্তী এলাকার সর্বস্তরের মানুষ ঈদ জামাতে অংশ নেন। জামাত শেষে বাংলাদেশ ও মুসলিম বিশ্বের জন্য দোয়া করা হয়।









