পশ্চিমা সামরিক জোটের ইতিহাসে সর্বকালের সর্ববৃহৎ বিমান বাহিনী মোতায়েনের মহড়া শুরু করেছে ন্যাটো। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর রাশিয়ার সাথে পশ্চিমা দেশগুলোর সম্পর্ক খারাপ হয়ে যাওয়ায় সদস্যদেশগুলোর মধ্যে ঐক্যের প্রদর্শন হিসেবে এই মহড়া উপস্থাপন করছে ন্যাটো।
আল জাজিরা জানিয়েছে, ১৯৪৯ সালে ন্যাটো গঠন করার পর ‘এয়ার ডিফেন্ডার টুয়েন্টি থ্রি’ নামে এই মহড়াই হতে যাচ্ছে সামরিক জোট ন্যাটোর সবচেয়ে বড় আকাশ প্রতিরক্ষা মহড়া।
গতকাল সোমবার থেকে শুরু হয়ে জার্মান বিমানবাহিনীর নেতৃত্বাধীন এই মহড়া ২৩ জুন পর্যন্ত চলবে। ন্যাটো সদস্য ২৫টি দেশ এবং মিত্র জাপান ও সুইডেনের ২৫০টি সামরিক উড়োজাহাজ এই মহড়ায় অংশ নিচ্ছে।
পশ্চিমা সামরিক জোট ন্যাটোর এই বিশাল মহড়া নিজেদের আকাশে উপস্থাপন করার জন্য চার বছর ধরে প্রস্তুতি নিয়েছে জার্মানি। ন্যাটোর সদস্য দেশগুলোর ১০ হাজারের বেশি সৈন্য যুক্ত হয়েছে এই বিমান মহড়ায়।








