ভাষার প্রশ্নে বিতর্ক পাকিস্তান সৃষ্টির আগে থেকেই শুরু হয়, যা সেই সময়ের সংবাদপত্রে নানাভাবে স্থান পেয়েছিলো। কেউ উর্দু আবার কেউ বাংলাকে রাষ্ট্রভাষা করার বিষয়কে গুরুত্ব দিয়ে সংবাদ ও নিবন্ধ প্রকাশ করে। বায়ান্নর রাষ্ট্রভাষা আন্দোলনের পরদিন পত্রিকার পাতার শিরোনামকে কেন্দ্র করে ঢাকা শহরে নানা বিচ্ছিন্ন ঘটনাও ঘটে। ভাষার মাস ফেব্রুয়ারিতে মিথিলা নাজনীনের ধারাবাহিক প্রতিবেদনের পঞ্চম পর্বে আজ থাকছে বায়ান্নর একুশে ফেব্রুয়ারির পর সংবাদপত্রে ভাষা আন্দোলনের উপস্থাপনা প্রসঙ্গ।






